নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। জানা গিয়েছে, এদিন সিবিআইয়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে অবশ্য তিনি ইডির করা মামলাতেও জামিন পেয়েছেন। ফলে কল্যাণময়ের জেলমুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ায় জেলমুক্তি ঘটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও।প্রসঙ্গত, এসএসসির ২০১৬ সালের প্যানেলে দুর্নীতির অভিযোগ ওঠে। সেটিতে কল্যাণময়ের যোগ রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সময়ে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে চাকরির মেয়াদ শেষে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এর পাশাপাশি আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডিও। পরে বেনিয়মের অভিযোগে ২০১৬ সালের প্যানেলও বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী।