• ওড়িশায় ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা
    দৈনিক স্টেটসম্যান | ২০ নভেম্বর ২০২৫
  • ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা। আটকে রেখে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ ওড়িশার স্থানীয় পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে রাতভর থানায় আটকে রেখে অত্যাচার চালানো হয়। মুর্শিদাবাদের ৫ জন এবং পূর্ব মেদিনীপুরের ৫ জন মিলিয়ে মোট ১০ জন নির্মাণশ্রমিক এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে।

    ওই শ্রমিকদের ভয়ার্ত একটি ভিডিও বার্তা ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। সেখানে তাঁরা সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁরা জানান, দীর্ঘ ১০-১২ বছর ধরে ওড়িশার জাজপুর টাউন থানা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে নির্মাণকর্মীর কাজ করতেন। সোমবার রাতে হঠাৎই পুলিশ তাঁদের বাসস্থানে হানা দেয়। অভিযোগ, সারাদিন পরিশ্রমের পরে খেতে বসতে না বসতেই মুখের ভাত ফেলে রেখে পুলিশ তাঁদের জোর করে থানায় তুলে নিয়ে যায়। সেখানে কোনও খাবারও দেওয়া হয়নি। কেবল বিস্কুট খেয়ে রাত কাটাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ।

    শ্রমিকরা দাবি করেছেন, তাঁদের কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত নথিপত্র রয়েছে। এর আগেও পুলিশ এসে তাঁদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখেছিল। তবু আবার কেন তাঁদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দিয়ে আটক করা হল, তা বুঝতে পারছেন না তাঁরা। থানায় শারীরিক এবং মানসিক হেনস্থারও অভিযোগ তুলেছেন ওই শ্রমিকরা।

    এই ঘটনার পর পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ ইতিমধ্যেই আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। তাঁদের আইনি সহায়তা দেওয়া শুরু হয়েছে। শ্রমিকদের পরিবারের সদস্যরাও উদ্বেগে দিন কাটাচ্ছেন। তাঁদের দাবি, ‘ঘরের মানুষ যেন সুস্থ শরীরে দ্রুত বাড়ি ফেরেন।’

    এদিকে, আটকে পড়া শ্রমিকরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি সাহায্যের আবেদন জানিয়েছেন। ওড়িশা থেকে তাঁদের নিরাপদে উদ্ধারের দাবি তুলেছেন তাঁরা।

    এই ঘটনায় ওড়িশা পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, পরিবারগুলির মতোই গোটা রাজ্যের শ্রমিক সমাজ সেদিকেই তাকিয়ে রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)