• আর জি করের প্রতিবাদী ডাক্তারদের ‘রক্ষাকবচ’ দিল না সুপ্রিম কোর্ট, পুলিশে আস্থা শীর্ষ আদালতের
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের ‘রক্ষাকবচ’ দিল না সুপ্রিম কোর্ট। বুধবার শুনানি শেষে শীর্ষ আদালত সাফ জানায়, পুলিশ নিজের মতো কাজ করছে। সেই তদন্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।

    অভয়াকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের একাংশের অভিযোগ ছিল, তাঁদের নামে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ। প্রতিহিংসার পালা চলছে। এদিন সেই দাবি কার্যত নসাৎ করে দেয় বিচারপতি এম এম সুন্দরেশ ও সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ। সাফ জানানো হয়, “আমাদের কাছে আরও অনেক মামলা রয়েছে। তার কোনও শেষ নেই। কলকাতা হাই কোর্টের পক্ষে এই সংক্রান্ত মামলা পর্যবেক্ষণ করা সহজ। আপনারাই বলুন দিল্লিতে বসে কি আমাদের পক্ষে কলকাতার বিক্ষোভ পর্যবেক্ষণ করা সম্ভব? আমরা কী করে রক্ষাকবচ দিতে পারি। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে।” 

    শুনানির শুরুতে প্রতিবাদী ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী আদালতে জানায়, প্রতিবাদী ডাক্তারদের পুলিশ হয়রান করছে। বারবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। তিনি চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়েছিলেন। আদালত জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সংগঠনের সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দিকে কলকাতা হাই কোর্টে বিচারাধীন সমস্ত মামলার তালিকা তৈরি করে জমা দিতে বলেছে।

    উল্লেখ্য, ২০২৪ সালে ৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুমে এক পোস্ট গ্র্যাজুয়েট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। পরে এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। জুনিয়র চিকিৎসককে ধর্ষণের পর খুন  করেছে সঞ্জয় তা প্রমাণিত হয় আদালতে। তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলার রাজনীতি। 
  • Link to this news (প্রতিদিন)