সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর পথে দেশ। পিছিয়ে নেই নৌসেনাও। সেই লক্ষ্যে মুম্বইয়ের মাজগাঁও জাহাজ নির্মাণ কারখানায় শুরু হতে চলেছে ‘প্রজেক্ট-১৮’। এই কারখানায় তৈরি হবে নতুন প্রজন্মের রণতরী। যাতে শক্তি বাড়বে ভারতীয় সেনার, অন্যদিকে নাজেহাল হবে শত্রুপক্ষ।
ধাপে ধাপে উন্নত হচ্ছে নৌসেনার রণতরী। এর আগে ‘প্রজেক্ট ১৭এ’ কর্মসূচিতে নৌসেনার জন্য নির্মিত হয়েছিল চারটি বিশাখাপত্তনম শ্রেণির বিধ্বংসী জাহাজ। তার একটি আইএনএস সুরাত প্রথমবার সমুদ্রে ভেসেছিল গত বছর ডিসেম্বর মাসে। ওই রণতরীটি ছিল পি-১৫বি ‘মিসাইল বিধ্বংসী’ শ্রেণির। সেনা সূত্রে খবর, ‘প্রজেক্ট-১৮’-এ এর চেয়ে উন্নত রণতরী নির্মাণ করা হবে মাজগাঁও জাহাজ নির্মাণ কারখানায়।
ভারতীয় নৌসেনার খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই সূত্রে কোচি, মুম্বই, কলকাতা-সহ দেশের বিভিন্ন ডক ইয়ার্ডে উন্নত প্রযুক্তির, আরও বেশি শক্তিশালী জাহাজ নির্মাণ চলছে। একটি সূত্রে খবর, ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এই কর্মসূচির আনুমানিক ব্যয় প্রায় ১ লক্ষ কোটি টাকা।
এ ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান অনুসরণ করে ৭৪টি দেশীয় প্রযুক্তিতে নতুন যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক খরচ হবে আরও ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। সব মিলিয়ে কার্যত দক্ষ যজ্ঞে নেমেছে সেনা।