পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধ ৮০০ কোটির বাণিজ্য, সমস্যা মেটাতে ভারত সফরে তালিবান মন্ত্রী!
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাস কাটতে না কাটতেই ফের ভারতের মাটিতে পা রাখলেন আরেক তালিবান মন্ত্রী। বুধবার পাঁচদিনের ভারত সফরে এলেন তালিবান শিল্প এবং বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি। উল্লেখ্য, গত মাসে ভারত সফরে এসেছিলেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। পরপর তালিবান মন্ত্রীদের ভারত সফরের জেরে ভারত-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে আরও উন্নতি হবে বলেই বিশ্লেষকদের মত।
অক্টোবর মাসে মুত্তাকির ভারত সফরের সময়েই স্থির করা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ট্রেড কমিটি গঠন করবে দুই দেশ। মূলত খনিজ, শক্তিসম্পদ এবং পরিকাঠামোর মতো এলাকাগুলিতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবে এই কমিটি। মুত্তাকির ভারত সফরের পরই কাবুলের ভারতীয় দূতাবাস ফের চালু হয়। অন্যদিকে, সংঘাতের আবহে আফগানিস্তানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে রেখেছে পাকিস্তান। তার জেরে আফগানিস্তানের বাণিজ্যে বড়সড় ধাক্কা লেগেছে।
এহেন পরিস্থিতিতেই ভারত সফরে এলেন তালিবান শিল্প ও বাণিজ্যমন্ত্রী। নুরুদ্দিনের ভারত সফর উপলক্ষে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সরকারি সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ এগিয়ে নিয়ে যাওয়াটাই এই সফরের মূল উদ্দেশ্য।’ জানা গিয়েছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশ নেবেন নুরুদ্দিন। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন তিনি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যেহেতু স্থল সীমান্ত বন্ধ করে রেখেছে পাকিস্তান, তার জেরে বিরাট ব্যবসায়িক ক্ষতি হচ্ছে আফগানিস্তানের। সীমান্ত এলাকা দিয়ে প্রত্যেক মাসে ভারতীয় মুদ্রায় ৮০০ কোটি টাকার বাণিজ্য হয়। কিন্তু এখন সেই ব্যবসা একেবারে বন্ধ। এহেন পরিস্থিতিতে ভারতের মাধ্যমে বাণিজ্যের কোনও বিকল্প পথের ব্যবস্থা করতে চাইবে আফগানিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে পাকিস্তানকে চাপে রাখতে চাইবে নয়াদিল্লি, এমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা।