• প্রেম প্রস্তাব প্রত্যাখান করে বাবাকে দিয়ে বকুনি, রাগে রাস্তায় কিশোরীকে ‘কুপিয়ে খুন’ যুবকের
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের প্রস্তাব খারিজ করেছিল কিশোরী। যুবক তাকে উত্ত্যক্ত করে, সে কথাও জানিয়েছিল বাবাকে। ডেকে নিয়ে মেয়ের থেকে দূরে থাকার কথা বলেছিলেন তার বাবা। সেই রাগে বুধবার স্কুলে যাওয়ার পথে কিশোরীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

    ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেরানকোট্টাইয়ে। মৃত কিশোরী স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বেশ কয়েকদিন ধরে এলাকার যুবক মুনিয়ারাজ তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। স্কুলে আসা যাওয়ার পথে তার পিছু নিত অভিযুক্ত।  তাকে উত্ত্যক্ত করার কথা কিশোরী তার বাবাকে জানালে, তিনি ছেলেটিকে ডেকে সাবধান করেন। মেয়ের পিছু নিতে বারণ করেন। এরপরই কিশোরীকে খুনের পরিকল্পনা করেন যুবক।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরয় কিশোরী। তার পথ আটকান অভিযুক্ত যুবক। কথা বলার চেষ্টা করেন। কিশোরী এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই ধারালো অস্ত্র দিয়ে যুবক কিশোরীকে কোপাতে থাকেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কিশোরী। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে কিশোরীকে আঘাতের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান যুবক। খুনের মামলা দায়ের করে পরিবার। পরে যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)