• হাসিনার প্রত্যর্পণ জটিলতার মধ্যে দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমন্ত্রণ ডোভালকে
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। মুজিবকন্যাকে ফেরত চেয়ে ইতিমধ্যেই ভারতের কাছে আবেদন করেছে ঢাকা। এই ইস্যুতে কিছুটা টানপোড়েন শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারত সফরে এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

    কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) এর সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম বৈঠক হচ্ছে নয়াদিল্লিতে। বুধবার বৈঠকের ফাঁকেই দুই নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। ডোভালকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন খলিলুর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয় তাঁকে। ২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের পতনের পর রহমান দ্বিতীয় বাংলাদেশি নেতা যিনি নয়াদিল্লি সফরে এলেন।

    উল্লেখ্য, ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মহম্মদ ইউনুস সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সরকারি আইনজীবী গাজী এমএইচ তামিম বলেন, “দোষী সাব্যস্ত দু’জনেই পলাতক। তাদের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ট্রাইবুনালের গ্রেপ্তারি পরোয়ানা-সহ ইন্টারপোলে ইতিমধ্যেই একটি আবেদন জমা দেওয়া হয়েছে। এবার আমরা সাজার ভিত্তিতে বিদেশমন্ত্রকের তরফে নতুন একটি রেড নোটিস জারির আবেদন জানাবো।”

    প্রসঙ্গত, সোমবার রায় ঘোষণার পরই সেদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠাতে চলেছে তারা। এবার নয়াদিল্লির উপর চাপ বাড়াতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে ইউনুস সরকার। বিশেষজ্ঞদের মতে, ভারত ইন্টারপোলের সদস্য। যদি সংস্থাটি তাঁদের বিরুদ্ধে রেড নোটিস জারি করে তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। এহেন পরিস্থিতিতেই ডোভালকে ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানালেন খলিলুর।
  • Link to this news (প্রতিদিন)