• ‘বিহারের হাওয়া তামিনাড়ুতে’, দক্ষিণী রাজ্যে গামছা উড়িয়ে মোদিকে স্বাগত কৃষকদের
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে এবার জনপ্রিয় হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গামছা বার্তা’। ভোটের ফল প্রকাশের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ভাষণ দেওয়ার আগেও কর্মী-সমর্থকদের দিকে তাকিয়ে গামছা উড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এবার বিহার পেরিয়ে তা পৌঁছল তামিনাড়ুতে। তবে এবার প্রধানমন্ত্রী নয়, তাঁকে স্বাগত জানাতে গামছা ওড়ালেন কৃষক এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা।

    বুধবার কোয়েম্বাটুরে একটি সভা করেছেন মোদি। সেখানে উপস্থিত ছিলেন কৃষক এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতেই গামছা উড়িয়ে তাঁকে স্বাগত জানান তাঁরা। আপ্লুত হয়ে মোদি বলেন, “বিহারের হাওয়া তামিলনাড়ুতে এসেছে।” তিনি আরও বলেন, “যখন আমি মঞ্চে উঠলাম, তখন দেখলাম বেশ কয়েকজন কৃষক গামছা ওড়াচ্ছেন। মনে হল আমার আসার আগেই এখানে বিহারের হাওয়া পৌঁছেছে।” আগামী বছরই তামিলনাড়ুতে রয়েছে বিধানসভা নির্বাচন। তাঁর আগে মোদির এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

    তামিলনাড়ুর অর্থনৈতিক শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “কোয়েম্বাটুরের বস্ত্র ক্ষেত্র দীর্ঘদিন ধরেই দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে। এখানকারই বাসিন্দা সিপি রাধাকৃষ্ণণ। বর্তমানে তিনি ভারতের উপরাষ্ট্রপতি। ফলে দেশের প্রতি কোয়েম্বাটুরের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।” দক্ষিণীর এই শহরে এদিন রোড শো-ও করেছেন প্রধানমন্ত্রী। 
  • Link to this news (প্রতিদিন)