• মোদিকে ‘নরকাসুরে’র সঙ্গে তুলনা, বিতর্কে ডিএমকে নেতা, পালটা দিল বিজেপি
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের ভোট মিটতেই ফোকাসে তামিলনাড়ু। আগামী বছরের শুরুতে বাংলার সঙ্গেই সে রাজ্যে নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসে বুধবারই তামিলভূমে গিয়েছেন। বুধবার সেখানে জনসভাও করেছেন। তামিলনাড়ু সরকারকে তীব্র আক্রমণও করেছেন। মোদির উপস্থিতিতেই তুঙ্গে বিতর্ক তামিলভূমে। শাসকদল ডিএমকের এক নেতা প্রধানমন্ত্রীকে তুলনা করলেন নরকাসুরের সঙ্গে।

    বুধবার এক জনসভায় ডিএমকে-র তেঙ্কাসি দক্ষিণ জেলা সম্পাদক জে. জয়বলন বলে দেন, “মোদি তোমাদের ভোট চুরি করতে চাইছে। সে আসলে এক নরকাসুর। তামিলনাড়ু উন্নতি তখনই হবে, যখন ওকে শেষ করা হবে।” আসলে কেন্দ্র সরকার তামিলনাড়ু সরকারের প্রস্তাবিত একাধিক মেট্রো প্রকল্পে অনুমোদন করেনি। যা নিয়ে গোটা স্ট্যালিন প্রশাসনই মোদিকে কাঠগড়ায় তুলছে। সেই ইস্যু নিয়ে বলতে গিয়েই প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন জয়বলন। হিন্দু পুরাণের অন্যতম অসুর ‘নরকাসুর।’ তার সঙ্গেই প্রধানমন্ত্রীর তুলনা করলেন ডিএমকে নেতা।

    তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে তামিল রাজনীতিতে। এর আগেও একাধিকবার তামিলভূম থেকে মোদিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিজেপি। গেরুয়া শিবির বলছে, ডিএমকে শাসনে ঘৃণার ভাষা স্বাভাবিক হয়ে গিয়েছে, আর তার জেরেই নেতারা প্রধানমন্ত্রীকেও খোলাখুলি হুমকি দিচ্ছেন। এই মন্তব্য নিয়ে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি ডিএমকে। কিন্তু অতীত বলছে, এর আগে যতবারই প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে প্রতিবারই ভোটে ক্ষতি হয়েছে বিরোধী শিবিরের। এবার দেখার তামিলনাড়ুতে কী হয়।
  • Link to this news (প্রতিদিন)