• ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও গোটা বুথ! আতঙ্কে বলাগড়ের ৯০০ বাসিন্দা 
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ২০০২ সালের ভোটার তালিকাকে মাপকাঠি করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন। কিন্তু হুগলির বলাগড়ে ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও গোটা বুথ! আতঙ্কে বলাগড়ের ৯০০ বাসিন্দা। পরিবর্তে ২০০৩ সালের তালিকা পাচ্ছেন গ্রামবাসীরা। তাতেই আতঙ্ক ছড়িয়েছে তাঁদের মধ্যে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু জায়গায় এধরনের বিভ্রাট ধরা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে। গ্রামের একটি বুথে প্রায় ৯০০ ভোটারের নাম নেই ২০০২ তালিকায়। কারণ ওই বুথের ২০০২ সালের তালিকাই মিলছে না! ইসি-র ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে ২০০৩ সালের ভোটার তালিকা মিলছে। সেখানে তাঁদের নাম রয়েছে। তবে গ্রামবাসীদের প্রশ্ন, “নির্বাচন কমিশন বলেছে ২০০২ সালের লিস্টই চূড়ান্ত। আমরা কোনটা বিশ্বাস করব?”

    গ্রামবাসীদের দাবি, তাঁরা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা। সকলের কাছেই রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, জমির দলিল। তারা এও দাবি করেছেন ২০০২ সালের আগে পরে তারা ভোট দিয়েছেন। ওই ৯০০ জনের একজন বলেন, “আমরা এখানে জন্মেছি, বড় হয়েছি। কর দিয়েছি, ভোট দিয়েছি। আজ হঠাৎ করে জানানো হচ্ছে, শেষ এসআইআরে আমাদের নাম নেই। তাহলে আমরা কারা? ওয়েবসাইট খুললে ২০০৩ সালের লিস্ট দেখাচ্ছে। কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলেছে ২০০২ সালের লিস্টই চূড়ান্ত। আমরা কোনটা বিশ্বাস করব?”

    ভোটারের নাম উধাও হওয়ার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বেশ কিছু জায়গায় এই ধরনের বিভ্রাট ধরা পড়েছে, যা পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে বলাগড় ব্লকেরই বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্যা গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম ২০০২ সালের তালিকায় না পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই সামনে এল এই কাণ্ড।
  • Link to this news (প্রতিদিন)