• স্কুলেই ছাত্রীর ‘শ্লীলতাহানি’, প্রধান শিক্ষককে বেধড়ক মার! লাভপুরে তীব্র উত্তেজনা
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়েরই এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত প্রধান শিক্ষক নবনী কর্মকারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। কড়া শাস্তির দাবি জানান। শুধু তাই নয়, মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লাভপুর থানার পুলিশ। কোনও রকমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নবনী কর্মকারকে। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, এই ঘটনা নতুন নয়, এর আগেই একই রকম অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

    ওই ছাত্রী চতুর্থী শ্রেণির পড়ুয়া। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় সে। অভিযোগ, টিফিনের সময় স্কুলের সমস্ত পড়ুয়াদের বাইরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হলেও ওই ছাত্রীকে ছাড়া হয়নি। বিদ্যালয়ের মধ্যে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

    আজ বুধবার ঘটনা জানাজানি হতেই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। অভিযুক্ত প্রধান শিক্ষক নবনী কর্মকারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, শিক্ষক হওয়ার কোনও যোগ্যতা নেই। নজিরবিহীন শাস্তির দাবি জানিয়েছে পরিবার। শুধু তাই নয়, চাকরি থেকে তাঁকে যাতে বরখাস্ত করা হয় সেই আবেদনও জানান স্থানীয় মানুষজন।
  • Link to this news (প্রতিদিন)