• কুলিং টাওয়ার কোম্পানিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বিষ্ণুপুরের কারখানা
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কুলিং টাওয়ার কোম্পানিতে ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। শেষ খবর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে।

    বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কুলিং টাওয়ার কোম্পানির জোকা-২ এর ভাসা সেটে আগুন লাগে। হঠাৎ আগুন দেখে কর্মীরা খবর দেন বিষ্ণুপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রথমে দু’টি ইঞ্জিন যায়। পরে আরও একটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।

    দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। বিষ্ণুপুর থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেখানেই প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই সমস্ত দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ে। ওই কোম্পানিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল জানিয়েছে। কারখানার এক কর্মী প্রবীর গায়েন জানান, “আগুন লাগার ঠিক আগে শিফট শেষ হয়ে যাওয়ায় কর্মীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। হঠাৎই আগুন দেখে বিষ্ণুপুর থানা ও দমকলে খবর দেওয়া হয়।”
  • Link to this news (প্রতিদিন)