• ‘বারবার উসকানি দিচ্ছেন রাজ্যপাল’, বোসের বিরুদ্ধে থানায় কল্যাণ
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আরও বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পালটা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, বারবার উসকানিমূলক মন্তব্য করছেন রাজ্যপাল। এমনকী কোথায় কি মন্তব্য করেছেন তাও বিস্তারিত অভিযোগ পত্রে লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করে রাজভবন। বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু হয়। এরপরেই পালটা এদিন রাজ্যপাল বোসের বিরুদ্ধে থানায় গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    সাংসদের দাবি, বাংলার নির্বাচন পদ্ধতি একের পর এক আপত্তিকর মন্তব্য করছেন রাজ্যপাল। আর তা বিভিন্ন সংবাদমাধ্যমে করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজভবনে রাজ্যপালের এক সাংবাদিক বৈঠকের কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভোট প্রক্রিয়ায় রাজ্যপাল নাক গলাতে চাইছেন। আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলেও দাবি তৃণমূল সাংসদের। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে রাজ্যপালের দেওয়া একাধিক বক্তব্যকেও এদিন তুলে ধরে তোপ দাগেন। শুধু রাজ্যপাল নয়, রাজভবনের উপসচিব সুমন পালের ভূমিকাও পুলিশ যাতে খতিয়ে দেখা হয় সেই আবেদনও জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    ঘটনার সূত্রপাত রাজ্যপালের করা এসআইআর সংক্রান্ত একটি মন্তব্যকে ঘিরে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এসআইআর নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতি ভালোভাবে গ্রহণ করবেন। তাতে নির্বাচনও ভালোভাবে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পালটা দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া মন্তব্য, “রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”

    এরপরেই সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজভবন। শুধু তাই নয়, রাজভবনে বোমা-গুলি খোঁজার জন্য রাজ্যপাল নির্দেশ দেন।
  • Link to this news (প্রতিদিন)