‘টাকা পাবেন না’, ভোটের আগে ঠিকাদারদের কাজ না করার পরামর্শ শুভেন্দুর, ‘উন্নয়ন আটকানোর চেষ্টা’, তোপ তৃণমূলের
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: টেন্ডারের নথি দেখিয়ে অভিযোগ করে নির্বাচনের আগে রাজ্যের উন্নয়নের কাজ না করার জন্য ঠিকাদারদের পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিকাদারদের তাঁর পরামর্শ, ঠিকাদাররা যেন এখন কাজ না নেন, কারণ কাজ করলে টাকা পাবেন না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে। তাই কাজের কাজ কিছুই হবে না। ঠিকাদাররা একটাও টাকা পাবেন না।
শুভেন্দু বলেন, ‘‘রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৯,১১৪টি স্কিমে টেন্ডার চলছে। ২১দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার বেরোবে। ৭ হাজার কোটি টাকা রাজ্যের তহবিল রয়েছে বলে বলা হলেও বাজেটে এজন্য কোনও অর্থ বরাদ্দ নেই। ভোটের আগে জোর করে কাজ করাতে চাইছে। তাই ঠিকাদারদের বলছি কাজ নেবেন না। কোনও পেমেন্ট পাবেন না।’’ এরপরই বিরোধী দলনেতার মন্তব্য, ‘‘বিজেপি আসছে। রাজ্যের পুনর্নিমানের দায়িত্ব আমাদের।’’ রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে ঠিকাদারদের নিষেধ করা নিয়ে বিরোধী দলনেতার এই মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ‘‘রাজ্য সরকার উন্নয়ন-পরিকাঠামোর কাজ করবে। মানুষের উপকার হবে। সেখানে বিরোধীদের কাজ হচ্ছে দিল্লিতে গিয়ে ১০০দিনের কাজের বরাদ্দ বন্ধ করে আসা। টাকা না এলে কার ক্ষতি। সামনে ভোট আছে বলে কি উন্নয়নের কাজ হবে না।’’ বিরোধী দলনেতার এহেন মন্তব্য নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘পুরসভা যদি ঠিকাদারদের মাধ্যমে চলে উনি(শুভেন্দু) বলে থাকেন, তাহলে উনিও তো সাংসদ ছিলেন। ঠিকাদারদের দিয়ে কাজ করাতেন?’’
অন্যদিকে, শুভেন্দুর অভিযোগ, হাজার হাজার কোটি টাকার কাটমানি নিয়ে ঠিকাদারদের টাকা দেওয়া হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে তিনি ব্রোকারদের ছবিও বুধবার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন। এদিন এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে ফের রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে। স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া হতে না দিলে আগামী দিনে রাজ্যে যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এই হুঁশিয়ারি ফের দিয়ে তাঁর বক্তব্য, ‘‘আমরা রাষ্ট্রপতি শাসন দাবি করছি না। আমরা শুধু ফ্রি আর ফেয়ার নির্বাচনের কথা বলছি। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন না হলে সংবিধান অনুযায়ী পদক্ষেপ হবেই।’’
এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘যতবার রাষ্ট্রপতি শাসনের কথা মুখে আনবেন এরা জানেন গো-হারা হারবেন। বঞ্চনা-প্রতিহিংসার প্রশ্নে হারবে বিজেপি। সে কারণেই রাষ্ট্রপতি শাসন করতে হবে। তৃণমূল এসবে ভয় পায় না। যেদিন ভোট হবে আড়াইশোর বেশি আসন নিয়ে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’
এদিকে, বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এদিন আবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলের কাছে রিপোর্ট গিয়েছে এসআইআরের ফলে ভোটার তালিকা থেকে ১ কোটি ১৫ লক্ষ নাম বাদ যেতে পারে। তাই সরকার বাঁচাতে পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর পুলিশের বদলির চালিকা প্রকাশ হবে বলে বিরোধী দলনেতার দাবি। বুধবার সন্ধ্যায় হাওড়ার দাসনগরে একতা যাত্রায় অংশ নেন শুভেন্দু।