• ভোটার ‘নিখোঁজ’, পঞ্চায়েত অফিসের দেওয়ালে বিজ্ঞপ্তি সাঁটিয়ে অপেক্ষায় BLO
    এই সময় | ২০ নভেম্বর ২০২৫
  • মণিরাজ ঘোষ

    এনিউমারেশন ফর্ম দ্রুত হাতে পেতে এতদিন বিএলও-এর খোঁজ করছিলেন ভোটাররা। যাতে বিএলও-র সঙ্গে যোগাযোগ করা যায়, তার জন্য ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। বিএলও-এর নম্বর নিয়ে যোগাযোগ করতে দেখা গিয়েছে অনেককেই। কিন্তু পশ্চিম মেদিনীপুরের সবংয়ে একেবারে উল্টো ছবি দেখা গেল। ভোটারকে খুঁজে না পেয়ে বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ালে সাঁটালেন বিএলও। সেখানে নিজের ফোন নম্বরও দিয়ে দিলেন। সবংয়ের ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের ২২৪ নম্বর বুথে দেখা গিয়েছে এমনই ছবি।

    ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নিখোঁজ ভোটারের নাম শুভ্রা বেরা। বিজ্ঞপ্তিতে তাঁর এপিক নম্বরও লিখে দিয়েছেন বিএলও, রয়েছে ছবিও। ২০২৫-এর ভোটার তালিকায় থাকা ঠিকানা অনুযায়ী পাঠানো হচ্ছে এনিউমারেশন ফর্ম। কিন্তু সেই ঠিকানায় খোঁজ মিলছে না এই ভোটারের, এমনটাই দাবি বিএলও সন্ধ্যা মাইতি ঘোড়াইয়ের। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও বাড়িতে এনিউমারেশন ফর্ম দেওয়ার জন্য প্রয়োজনে ৩ বারও যাবেন বিএলও। কিন্তু অভিযোগ, বার বার গিয়েও ওই ঠিকানায় এই ভোটাক বা তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। খোঁজ মেলেনি কোনও চেনা-পরিচিতেরও।

    সমস্যা হলো, ওই এলাকায় শুভ্রা বেরা নামে কেউ থাকতেন কি না, সেটাতেও রয়েছে ধোঁয়াশা। কারণ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীবচন্দ্র শী এই সময় অনলাইন-কে বলেছেন, ‘এই নামে কেউ এখানে থাকেন বলে আমরা জানিই না। শুধু বিএলও নন, আমাদের দলের তরফেও খোঁজ করেছি আমরা। এই নামে ভেমুয়া ২২৪ নং বুথে কাউকে পাওয়া যায়নি।’ তাঁর দাবি, কোনওকালে ওই ঠিকানায় এই নামে কেউ ছিলেন কি না, সেটাও স্থানীয়রা বলতে পারেননি। রাজীবচন্দ্রের মতে, কোনওভাবে ২০২৫-এর ভোটার তালিকায় এই নাম সংযোজিত হয়েছে।

    এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তালিকায় থাকা ওই ভোটারের হাতে নির্দিষ্ট এনিউমারেশন ফর্ম দেওয়ার জন্য বিজ্ঞপ্তি সাঁটানোর সিদ্ধান্ত নেন বিএলও। বুধবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে সেই বিজ্ঞপ্তি লাগিয়ে দেন বিএলও সন্ধ্যা মাইতি ঘোড়াই। সেখানে লেখা রয়েছে, ‘আমি...বিএলও। আমার ফোন নম্বর...। আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সেজন্য আপনি আমার এই ফোন নম্বরে...যোগাযোগ করে, আপনার এনিউমারেশন ফর্মটি সংগ্রহ করুন।’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)