দরকার নেই রাষ্ট্র ঘোষণার, ভারত ও হিন্দু সমার্থক: মোহন ভাগবত
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
গুয়াহাটি: ভারত ও হিন্দু সমার্থক। ভারত সম্পর্কে যাঁরা গর্ববোধ করেন ও ভালোবাসেন, তাঁরা সবাই হিন্দু। নিজেদের ধর্মীয় আচার ও পরম্পরা অক্ষুণ্ণ রেখেই যদি কোনও মুসলিম বা খ্রিস্টান দেশমাতার পুজো করেন, ভারতীয় সংস্কৃতি অনুসরণ করেন, তাহলে তাঁরাও হিন্দু। মঙ্গলবার গুয়াহাটিতে এই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
আরএসএসের শতবর্ষ পালনের কর্মসূচি উপলক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চল সফরে রয়েছেন মোহন ভাগবত। তারই অঙ্গ হিসেবে অসমের গুয়াহাটিতে মঙ্গলবার বিভিন্ন বিশিষ্টজন, শিক্ষাবিদ, সম্পাদক, লেখক ও শিল্পোদ্যোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি। অসম থেকেই আরএসএস প্রধান বৃহস্পতিবার যাবেন মণিপুরে। দু’বছর আগে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হওয়ার পর থেকে এটাই প্রথম মণিপুর সফর হতে চলেছে ভাগবতের। তার আগে গুয়াহাটির অনুষ্ঠানে তিনি বলেন, হিন্দু নিছক কোনও ধর্মীয় পদ নয়, তা একটি সভ্যতার পরিচিতি। এই সভ্যতার শিকড় রয়েছে হাজার হাজার বছর ধরে বহমান সাংস্কৃতিক পরম্পরায়। আরএসএস প্রধানের দাবি, ভারত ও হিন্দু সমার্থক। হিন্দুরাষ্ট্র হিসেবে ভারতের কোনও সরকারি ঘোষণার প্রয়োজন নেই। ভারতীয় সভ্যতার ভাবাদর্শেই তা প্রতিফলিত হয়। এই অনুষ্ঠানেই ভাগবত বলেন, কারও বিরোধিতা বা ক্ষতি করার উদ্দেশ্যে আরএসএস গঠিত হয়নি। আরএসএসের লক্ষ্য চরিত্র গঠন এবং ভারতকে বিশ্বনেতার মর্যাদা অর্জনে অবদান রাখা। বৈচিত্র্যে মধ্যে ভারতকে একত্রিত করার ব্যবস্থাই হল আরএসএস। অসমে জনবিন্যাসে পরিবর্তন থেকে বেআইনি অনুপ্রবেশের ইশ্যুতে উদ্বেগ প্রকাশ করেন ভাগবত। পাশাপাশি ফের হিন্দুদের তিন সন্তান নীতির পক্ষে সওয়াল করেন তিনি।