আমেরিকা থেকে ফিরতেই গ্রেফতার, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতে ফেরার পরই বুধবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে গ্রেফতার করল এনআইএ। শারীরিক পরীক্ষার পর তাকে দিল্লির পাতিয়ালা আদালতে তোলা হয়। প্রশাসন সূত্রে খবর, একটি বিশেষ বিমানে মোট ২০০ জনকে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়। সেই তালিকায় আনমোল ছাড়াও পাঞ্জাবের দুই পলাতক অভিযুক্তও ছিল। এছাড়া, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করা ১৯৭ জনকেও ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।
জানা গিয়েছে, আনমোলের বাড়ি পাঞ্জাবের ফাজিলকাতে। বিষ্ণোই গ্যাংয়ের হয়ে তোলাবাজি, হুমকি, খুনের মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারীরা জানিয়েছেন, এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অন্যতম ষড়যন্ত্রী আনমোল। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুন সহ ১৮টি মামলায় তার নাম জড়িয়েছে। অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেছিল আনমোলই। ২০২২ সালে এপ্রিল মাসে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে পালিয়ে যায় আনমোল। নেপাল, দুবাই, কেনিয়া ও অন্যান্য দেশ ঘুরে তারা আমেরিকা পৌঁছয় সে। মার্কিন মুলুকে ঢুকতে ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল আনমোল। ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারির পর গত বছর নভেম্বরে তাকে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল। অবৈধভাবে আমেরিকায় প্রবেশের জন্যই তাকে হেপাজতে নিয়েছিল পুলিশ।