ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, ইডির জালে লালুপ্রসাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
পাটনা: আর্থিক দুর্নীতির মামলায় এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। ধৃতের নাম অমিত কাটিয়াল। ফ্ল্যাট বিক্রির নামে টাকা নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সোমবার গুরুগ্রাম থেকে তাঁকে পাকড়াও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ধৃতকে ছয় দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে গুরুগ্রামের বিশেষ আদালত। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার গুরুগ্রামে ইডির জোনাল অফিসে অমিতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বয়ানে অসংগতি পেয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৭০-এ ১৪ একর জমিতে ক্রিশ ফ্লোরেন্স এস্টেটে ফ্ল্যাট বিক্রির জন্য ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন অমিত। ফ্ল্যাটগুলি তৈরি করেছিল অমিতের সংস্থা অ্যাঙ্গেল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। কিন্তু টাকা দিয়েও এখনও সেই ফ্ল্যাট হাতে পাননি ক্রেতারা। আর এভাবেই কোটি কোটি টাকা হাতিয়েছেন অমিত। ২০২৩ সালে রেলের জমির বদলে চাকরির মামলায় অমিতকে গ্রেফতার করেছিল ইডি। ওই মামলাতেই লালু, তাঁর স্ত্রী রাবড়ি ও একাধিক পরিজনের নাম জড়িয়েছিল।