আর জি কর কাণ্ড: আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদে আপত্তি নেই সুপ্রিম কোর্টের
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় চাইলে আন্দোলনকারীদের ডাকতেই পারে পুলিশ। বুধবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর জি করের ঘটনার প্রতিবাদে যুক্ত সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। অভিযোগ ছিল, পুলিস তাঁদের অহেতুক হেনস্তা করছে। বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে। চিকিৎসকদের পক্ষে আইনজীবী করুণা নন্দী তাই বিষয়টিতে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ প্রার্থনা করেন। কিন্তু বুধবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সাফ জানায়, এমন কোনও নির্দেশ জারি করা হলে তা পুলিশের অধিকারে হস্তক্ষেপ করা হবে। তাছাড়া দিল্লিতে বসে কলকাতায় ঠিক কী হচ্ছে, সেটা সম্পূর্ণ রূপে বোঝা সম্ভব নয়। এভাবে টুকরো টুকরো মামলা শোনাও সম্ভব নয়। আমরা কীভাবে চিকিৎসকদের সম্পূর্ণ রক্ষাকবচের নির্দেশ দেব? পুলিশের অধিকার রয়েছে সমনের। কলকাতা হাইকোর্টে আর জি কর সংক্রান্ত কী কী মামলা আছে, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। শীতের ছুটির পর সুপ্রিম কোর্টে ফের মামলার শুনানি হবে।
এদিন সুপ্রিম কোর্টে আরও একটি মামলার শুনানি হয়েছে। মেদিনীপুরে আদিবাসীদের শ্মশানের জমি জোর করে দখলে চেষ্টার অভিযোগ উঠেছে একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। এব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। কলকাতা হাইকোর্ট এই মামলায় যে নির্দেশ দিয়েছিল, তার উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।