সবরমতীর ১১৬ অংশের ৩৮০ নম্বর ভোটারের ফর্ম পূরণ নিয়ে কৌতূহল
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: সবরমতী বিধানসভা কেন্দ্রের ক্রমিক সংখ্যা (সিরিয়াল নাম্বার) ৩৮০, অংশ (পার্ট) নাম্বার ১১৬-র ভোটারের কাছে পৌঁছে গিয়েছে ইনিউমারেশন ফর্ম। দিয়ে এসেছেন বুথ লেভেল অফিসারস (বিএলও)। তবে সেটি ওই ভোটার কীভাবে ভরবেন, কবে ভরবেন? তা নিয়ে নির্বাচন কমিশনের কৌতূহল তুঙ্গে। কারণ, ওই ভোটার আর অন্য কেউ নন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে গুজরাতের আহমেদাবাদে সোমেশ্বর টেনামেন্ট, রনিপের ঠিকানায় কমিশনের দেওয়া ইনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে বলেই নরেন্দ্র মোদির পরিবার সূত্রে জানা গিয়েছে। ভাদনগরে তাঁর ভাই প্রহ্লাদ মোদির বাড়িতেও পৌঁছছে ইনিউমারেশন ফর্ম। তবে এখনও তাঁরা তা ফিলাপ করেননি বলেই বুধবার জানিয়েছেন প্রহ্লাদভাই।
পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাতেও চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। গুজরাতে বিধানসভা ভোট আগামী ২০২৭ সালে। গোয়াতেও তাই। ফলে তার দু বছর আগে হচ্ছে ভোটার তালিকা শুদ্ধকরনের কাজ। বাংলায় আগামী বছরই ভোট। তাও তড়িঘড়ি কমিশন এসআইআর করছে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। বিজেপি শাসিত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে ভোট আগামী ২০২৮ সালে। ফলে একসঙ্গে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করানোর ‘সময়’ বেছে নেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
গুজরাতে বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে মোদিকে। যদিও তিনি ফর্ম ভরেছেন কি না, তা এখনও জানাতে পারেনি দিল্লিতে কমিশনের সদর দপ্তর। কমিশনের এক কর্তা জানান, আমরাও আগ্রহে রয়েছি, কবে কীভাবে ইনিউমারেশন ফর্ম ভরেন প্রধানমন্ত্রী। তিনি কি দিল্লিতে বসে অনলাইনে ভরবেন? নাকি সবরমতীর ঠিকানায় দেওয়া ফর্ম দিল্লিতে এনে ফিলাপ করে আহমেদাবাদে পাঠাবেন? অথবা গুজরাতে স্বয়ং গিয়ে বিষয়টিকে অন্য অনেক কিছুর মতোই ‘ইভেন্টে’ পরিণত করবেন? কমিশনের ওই কর্তা বলেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মতো প্রতিষ্ঠিত ভোটারের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে কোনও সন্দেহ নেই। বাদ পড়বে না। ফলে ইনিউমারেশন ফর্ম ফিলাপেও কোনও সমস্যা নেই। তবে মন্ত্রী হোন বা সাধারণ নাগরিক, সবাইকেই ইনিউমারেশন ফর্ম ভরতেই হবে।