নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুই একটি কমিটি গড়েছেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আর কোনও উচ্চবাচ্যই করছে না কেন্দ্রের মোদি সরকার। এর প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর রাজ্যে রাজ্যে কেন্দ্র বিরোধী প্রতিবাদ আন্দোলনে শামিল হচ্ছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। তাদের সঙ্গে যুক্ত হবেন দেশের শ্রমিক-কর্মচারীরাও। বুধবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সংযুক্ত কিষান মোর্চা অভিযোগ করেছে, মোদি সরকারের লিখিত প্রতিশ্রুতির উপর ভরসা করেই কৃষকরা দিল্লি সীমানার আন্দোলন স্থগিত করেছিল। কিন্তু এরপর কেন্দ্র তার লিখিত আশ্বাস পূরণে কোনও পদক্ষেপই করেনি। বরং মোদি সরকারের একের পর এক সিদ্ধান্তে ক্রমশ বিপাকে পড়েছেন দেশের চাষি এবং শ্রমিকরা। আগামী ২৬ নভেম্বর কৃষকদের দিল্লি চলো অভিযানের পাঁচ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষ্যেই ওইদিন ফের মোদি সরকার বিরোধী আন্দোলন অবস্থানের ডাক দেওয়া হয়েছে। - ফাইল চিত্র