• ক্লিনচিট অজিত-পুত্রকে! বিজেপির ‘ওয়াশিং মেশিন’, ঠেস বিরোধীদের, ৩০০ কোটির জমি কেলেঙ্কারি
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • পুনে: পুনের জমি কেলেঙ্কারি মামলাতে স্বস্তি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছেলে পার্থর। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত সরকারি কমিটি তাকে ক্লিনচিট দিয়েছে। রিপোর্টে  পার্থর সংস্থা আমাডিয়ার নাম রয়েছে। কিন্তু সরাসরি তাঁর নাম নেই। দুর্নীতির অভিযোগ আনা হয়েছে কোম্পানির ডিরেক্টর দিগ্বিজয় পাটিল, সাব-রেজিস্ট্রার রবিন্দ্র তারু এবং শীতল তেজওয়ানির বিরুদ্ধে। তবে এফআইআর বা রিপোর্ট কোথাও পার্থ পাওয়ারের নাম নেই। যাবতীয় বিতর্কের মূলে, পুনের মুণ্ডহওয়া এলাকার ৪৩ একর সরকারি জমি। যার বাজারমূল্য ১,৮০০ কোটি টাকা। তবে তা  বিক্রি করা হয় ৩০০ কোটি টাকায়। অভিযোগ, এই অবৈধ ক্রয়ের নেপথ্যে রয়েছে পার্থ পাওয়ারের কোম্পানি আমাডিয়া। স্বাভাবিকভাবেই এই কেলেঙ্কারিতে অজিত-পুত্রের নাম জড়ায়। তবে তদন্তকারীদের রিপোর্টে সরাসরি তাঁর নামে কোনও অভিযোগ করা হয়নি। 

    বিজেপির শরিক এনসিপি (অজিত)-এর নেতার ছেলে পার্থকে ক্লিনচিট দেওয়ায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের কটাক্ষ, শরিক দলের নেতার ছেলের বিরুদ্ধে দুর্নীতি বিজেপির ‘ওয়াশিং মেশিনে’ সাফ হয়ে গেল। কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার সরকারের তদন্তকে ‘নাটক’ বলে দাবি করেছেন। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাভানকুলে, স্বচ্ছতা ও পূর্ণাঙ্গ তদন্তে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে বলেছেন, বিকাশ খাড়গের নেতৃত্বে পৃথক কমিটি গঠন করে সব পক্ষের বক্তব্য শোনা হবে এবং পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে।
  • Link to this news (বর্তমান)