• ৩২ বছর পর গুজরাতে রয়্যাল বেঙ্গল, উচ্ছ্বসিত বনকর্তারা
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • আমেদাবাদ: ৩২ বছর পর গুজরাতের জঙ্গলে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি দেখা গেল। গত কয়েকমাস ধরে একটি বাঘ দাহোড়ের রতন মহল অভয়ারণ্যে বসবাস করছে বলে নিশ্চিত হয়েছেন গুজরাতের বনদপ্তরের আধিকারিকরা। যা নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। বনকর্তাদের মতে, গুজরাতের গির অরণ্য সিংহের জন্য আগে থেকেই বিখ্যাত। এছাড়া রাজ্যের মধ্যাঞ্চলে লেপার্ডের বসবাসও রয়েছে। এবার রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধান মেলায় গুজরাত বিরল রাজ্যের তালিকায় ঢুকে পড়ল। যেখানে বিগ ক্যাট ফ্যামিলি’র তিন সদস্যেরই উপস্থিতি রয়েছে। গুজরাতের বনমন্ত্রী অর্জুন মোধওয়াদিয়া জানিয়েছেন, বাঘের সন্ধান পাওয়ার বিষয়টি রাজ্যের কাছে অত্যন্ত গর্বের বিষয়। গুজরাতের বাস্তুতন্ত্র যে কতটা বৈচিত্র্যময়, ফের তার প্রমাণ মিলল। বনকর্তারা জানিয়েছেন, বাঘটির বয়স প্রায় ৫ বছর। ৯ মাস আগে সেটিকে প্রথমে রতন মহল এবং মধ্যপ্রদেশের ঝাবুয়া ও কাথিয়াওয়া‌ড়া সীমানা এলাকায় দেখতে পাওয়া যায়। গত কয়েক বছরেই ওই অঞ্চলে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই সম্ভবত নতুন জায়গার সন্ধানেই বাঘটি গুজরাতের ভিতরের দিকে চলে আসে। প্রথমবার সন্ধান পাওয়ার পর বাঘটির উপর নজরদারির জন্য ট্র্যাপ ক্যামেরা বসানো হয়।

    এছাড়া বনকর্মীরাও সেটির উপর নজর রাখছিলেন। সম্প্রতি বনদপ্তরের প্রকাশ করা ছবিতে প্রমাণ মিলেছে, বাঘটি রতন মহলের ঘন জঙ্গলে স্থায়ীভাবেই বসবাস করছে। এর আগেও গুজরাতের জঙ্গলে কয়েকবার বাঘের উপস্থিতি পাওয়া গিয়েছিল। কিন্তু কিছুদিন পরেই সেগুলি অন্যত্র চলে যায়। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রদেশের সঙ্গে বন্যপ্রাণীদের চলাচলের করিডর থাকায় বাঘটি সহজে গুজরাতে চলে এসেছে। এক্ষেত্রে বাঘটি যাতে প্রয়োজনীয় শিকার পায় ও সুরক্ষিত থাকে, এবার সেই বিষয়টির দিকেই নজর দিচ্ছেন বনকর্তারা। 
  • Link to this news (বর্তমান)