নির্দেশ পাওয়ার পর ৭ দিন অতিক্রান্ত, সিদ্ধান্তে অনড় চেয়ারম্যান রবি ঘোষ
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নেতৃত্বের বেঁধে দেওয়া পদত্যাগের সময়সীমা অতিক্রান্ত। এই এক সপ্তাহে তোর্সা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। কিন্তু নিজের সিদ্ধান্তে এখনও অনড় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পদত্যাগ তো দূরের কথা, রীতিমতো দাপিয়ে অফিস করছেন। ফাইল ও নথিপত্রে স্বাক্ষর করছেন। শুধু তাই নয়, সন্ধ্যা হলেই নিয়ম করে রাসমেলা ময়দানের সাংস্কৃতিক মঞ্চে হাজির থাকছেন।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান হিসেবে সুষ্ঠুভাবে রাসমেলা পরিচালনা একটি গুরুদায়িত্ব। তাই সেদিকেও কড়া নজর রয়েছে তাঁর। তাহলে দলের নির্দেশ? পদত্যাগ প্রশ্নে প্রথম থেকেই তাঁর সাফ জবাব, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য নেতৃত্ব বললে সঙ্গে সঙ্গে সরে যাবেন। কিন্তু তেমন কোনও নির্দেশ তাঁর কাছে এখনও আসেনি। এদিকে, মঙ্গলবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে ১৫ জন কাউন্সিলারকে নিয়ে বৈঠক করেছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ জেলার অন্যান্য নেতৃত্ব। শোনা যাচ্ছে, পরিবর্তিত পরিস্থিতি নিয়ে রণনীতি তৈরি করেছেন তাঁরা। যদিও বৈঠক সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন জেলা সভাপতি। অন্যদিনের মতো বুধবার দুপুরে পুরভবনে ছিল না কাউন্সিলারদের ভিড়। শুধুমাত্র একজন কাউন্সিলারকে রবিবাবুর চেম্বারে দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে রবি ঘোষকে পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে মেসেজ পাঠিয়েছিলেন দলের জেলা সভাপতি। এরপর ১২ নভেম্বর রাতে সেই মেসেজই চিঠি আকারে রবিবাবুকে দেওয়া হয়েছিল। সেই হিসেবে ১৮ নভেম্বর সাত দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও সরেননি বর্ষীয়ান এই তৃণমূল নেতা।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আমি আমার আগের সিদ্ধান্তেই অনড় রয়েছি। নতুন করে এই বিষয়ে কিছু বলতে চাই না। মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানো হয়েছে। যত দ্রুত সম্ভব তার উদ্বোধন হবে।
প্রসঙ্গত, রবি ঘোষকে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়টি নিয়ে দলের অন্দরে ক’দিন ধরে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। রবি অনুগামীরা দু’দিন আগে দলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের বাড়িতে বৈঠক করেছিলেন। পরের দিনই পার্টি অফিসে জেলা সভাপতি, মন্ত্রী সহ কাউন্সিলারদের নিয়ে বৈঠক নতুন করে জল্পনা কার্যত উস্কে দিয়েছে।