পাঁচ কোটির আলোয় মুড়বে পানিহাটি শহর, আশ্বাস পুরসভার
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাত নামলেই অন্ধকারে ঢাকে পানিহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগলি। কয়েক মাস ধরে সমস্যা সমাধানের দাবি জানিয়েও সুরাহা পাননি শহরবাসী। পুজোর সময় ওয়ার্ড পিছু ৫০টি করে এলইডি বাল্ব দিয়েই দায় সেরেছিল পুরসভা। এবার পানিহাটি শহরকে আলোয় মুড়তে প্রায় পাঁচ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। পুরসভার আশা, নতুন বছরের শুরু থেকেই নিয়ন আলোয় ঢাকবে সারা পানিহাটি।
৩৫টি ওয়ার্ডের এই শহরে পুর পরিষেবা নিয়ে ক্ষোভের অন্ত নেই। নিয়মিত শহরবাসীর বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ দূরের কথা, রাস্তায় এখনও আবর্জনার স্তূপ জমে থাকছে। বেহাল ড্রেনেজ ব্যবস্থার জন্য এখনও শহরের বহু রাস্তা ও এলাকা জলবন্দি হয়ে রয়েছে। রাস্তা ও আলো নিয়েও ক্ষোভের অন্ত নেই। শহরের আগরপাড়া, ঘোলা, পানিহাটির বিভিন্ন অলিগলি সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢাকছে। গ্রামের মতো মোবাইলের টর্চ জ্বালিয়ে বহু জায়গায় যাতায়াত করতে হচ্ছে। মাস ছয়েক আগে পুরসভার চেয়ারম্যান বদল হলেও পরিস্থিতিতে খুব একটা বদল আসেনি। সম্প্রতি পুরসভার এগজিকিউটিভ অফিসার বদল হওয়ায় পরিস্থিতি বরং আরও ঘোরালো হয়েছে। কেএমডিএ থেকে বহু আগে আলোর জন্য অর্থ বরাদ্দ করা হলেও পুজো পর্যন্ত তার কাজ শুরু হয়নি।
এই আবহে পুজোয় পুরসভার নিজস্ব তহবিল থেকে প্রতিটি ওয়ার্ডে ৫০টি করে এলইডি লাইট দেওয়া হয়েছিল। তাতেও সমস্যা মেটেনি। বিভিন্ন জায়গায় পুরনো এলইডি আলো খারাপ হয়েছে। শহরবাসীর ক্ষোভও বাড়ছে। তাই পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দ্রুত শহরে আলোর সমস্যা মেটানোর পরিকল্পনা নেওয়া হয়। গত সপ্তাহে পুরসভা থেকে মোট ২ কোটি ২০ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে। ওই টাকায় ৩০, ৪৫, ৬০ ও ৯০ ওয়াটের নতুন এলইডি বাল্ব কেনা হবে। এছাড়া কেএমডিএর তরফেও পানিহাটি পুরসভার জন্য প্রায় ৩ কোটি ১১ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে। ওই টাকাতেও শহর আলোকিত করার কাজ করা হবে। পুরসভার ইলেকট্রিক বিভাগের সিআইসি তাপস দে শহরে আলোর সমস্যার কথা স্বীকার বলেন, সরকারি প্রক্রিয়া মেনে কেএমডিএ থেকে আলোর কাজ হতেও সময় লাগছে। তাই পুরসভা থেকে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে। এছাড়া কেএমডিএর টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। আশা করছি, আর দু’মাসের মধ্যে শহরের আলোর সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে।