• ৪০ হাজারের বেশি কাজ হবে দক্ষিণ ২৪ পরগনায়
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাগরের ধসপাড়া সুমতিনগর পঞ্চায়েতের একটি গ্রামের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা ছিল। তাই প্রশাসনের কাছে একটি টিউবওয়েলের দাবি জানিয়েছিলেন তাঁরা। আমাদের পাড়া আমাদের সমাধানে সেই দরখাস্ত পেয়ে পদক্ষেপ করে ব্লক প্রশাসন। ২ লক্ষ টাকার বেশি খরচ করে নয়া টিউবওয়েল তৈরি করে দেওয়া হয়েছে।

    আবার বিষ্ণুপুরের আমগাছিয়ায় একটি পাড়ার রাস্তা বহুদিন ধরে খারাপ ছিল। সেটি সংস্কারের জন্য এই শিবিরে আবেদন পড়েছিল। কাজটি আর ফেলে রাখেনি প্রশাসন। টেন্ডার করে সেই কাজ শুরু হয়েছে। এমন অলিগলি, রাস্তাঘাট থেকে পাড়ায় আলোর কাজ, নিকাশির উন্নতি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার, অথবা নতুন টিউবওয়েল বসানো– দক্ষিণ ২৪ পরগনায় আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে পড়া আবেদন থেকে ৪০ হাজারের বেশি প্রকল্পের কাজ করা হবে। ক্যাম্পে আবেদন নেওয়ার সময়সীমা শেষে এই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে একাধিক কাজের জন্য টেন্ডারও হয়ে গিয়েছে। কোথাও আবার ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলায় এইসব কাজের খরচ ধরা হয়েছে ৪১৬ কোটি টাকা।

    এই শিবিরগুলিতে সব থেকে বেশি রাস্তার কাজের আবেদন জমা পড়েছিল। তারপর আছে আলো এবং নিকাশি। যেমন রাজপুর সোনারপুর পুরসভায় এক হাজারের বেশি স্কিম জমা পড়েছিল। চেয়ারম্যান পল্লব দাস বলেন, মূল রাস্তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই পাড়ার রাস্তা, গলির মুখের অংশ প্রভৃতি সংস্কার করার দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। বুথ পিছু যে টাকা বরাদ্দ হয়, সেখান থেকেই এই কাজগুলি হবে।

    অন্যদিকে, বিষ্ণুপুর ১ ব্লকে দেড় হাজারের মতো প্রকল্পের কাজ হবে। এর মধ্যে বেশ কিছু স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার আছে। কালভার্ট, কমিউনিটি হল প্রভৃতিও তৈরি হবে। এই ব্লকে কাজগুলির জন্য ২১ কোটি টাকা ধরা হয়েছে। সোনারপুর ব্লকের দুই বিধানসভা মিলিয়েও দেড় হাজারের মতো কাজের প্রস্তাব এসেছিল। এবার সেই কাজগুলিও হবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। প্রশাসনের দাবি, জানুয়ারির মধ্যে যাবতীয় কাজ শেষ করা হবে। প্রতি ব্লকে জোরকদমে চলছে তারই প্রস্তুতি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)