মুখ ফেরানো হকারদের কাছে পেতে মহানগরে আজ জোড়া মিছিল বামেদের
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে লাল পার্টি তাদের ‘শ্রেণি’ থেকে দূরে সরে গিয়েছে। হকার, অটোচালকরা একে একে শাসক দলের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছেন। সিপিএমের শ্রমিক সংগঠনের নেতারা মনে করছেন, তাঁদের এই মুহূর্তে কাছে টেনে আনা কঠিন। কিন্তু অসম্ভব নয়। ভোটের আগে সেই ‘কঠিন কাজে’ নামারই পরিকল্পনা করেছে সিপিএমের শ্রমিক সংগঠন। আজ, বৃহস্পতিবার হকারদের পাঁচটি দাবি নিয়ে শহরে দু’টি মিছিল করবে সিটু অনুমোদিত সংগঠন পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশন।
কী সেই পাঁচ দাবি? সব হকারকে লাইসেন্স দেওয়া, হকার উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, আইন মেনে ভেন্ডিং কমিটি গঠন ও হকারদের জন্য ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা। কিন্তু হাকররা কি লাল ঝান্ডার দিকে আসছেন? হকার্স ফেডারেশনের রাজ্য সম্পাদক অসিতাঙ্গ গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘এটা ঠিক যে নানা কারণে তাঁরা প্রকাশ্যে আমাদের সঙ্গে আসতে চাইছেন না। তবে আমরা তাঁদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখছি। সুখে-দুঃখে পাশে থাকছি। সেটা অনেকখানি কাজ করছে। রাজ্যজুড়ে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা এখন ৪২ হাজার ২২৫। এতদিন খাতায়-কলমে সদস্য থাকলেও এবার লাল ঝান্ডা ধরতে চাইছেন তাঁরা।’ তাই বৃহস্পতিবার মিছিল কলেবরে বড় হবে বলেই আশা নেতৃত্বের। একটি মিছিল বড়বাজার থেকে ও অপরটি পার্ক স্ট্রিট থেকে কলকাতা পুরসভা পর্যন্ত যাবে। মেয়র ফিরহাদ হাকিমকে ডেপুটেশন দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।