• মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে ভাগাড়ের জমি, পুলিশে অভিযোগ চেয়ারম্যানের
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: টিটাগড় পুরসভার ভাগাড়ের জমি বিক্রি করে দিচ্ছে মাফিয়াচক্র। এমন অভিযোগ পেয়ে সম্প্রতি ওই জমি পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। দেখেন, মাফিয়াদের বেআইনিভাবে বিক্রি করা কিছু জমিতে বাড়িও তৈরি হয়ে গিয়েছে। এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

    টিটাগড়ে চার নম্বর রেললাইনের ধারে সাড়ে তিনশো বিঘা জমি রয়েছে, যার মালিক পুরসভা। এটি ভাগাড়ের জমি নামে পরিচিত। পুরসভার কাছ থেকে লিজ নিয়ে এই জমিতে বংশ পরম্পরায় চাষ করে আসছেন কিছু কৃষক। কিন্তু বর্তমানে সেখানে একটা মাফিয়াচক্র সক্রিয় হয়ে উঠেছে। সেই চক্রের দালালরা কৃষকদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়েও ভয় দেখানো চলছে। এভাবে কৃষকদের দমিয়ে রেখে তারা দেড়, দু কাঠা করে জমি বিক্রি করে দিচ্ছে। সেখানে ঘরও হচ্ছে দেদার। সেই জমি এবং ঘরের ভুয়ো নথিপত্র তৈরি করে রেজিস্ট্রিও হয়ে যাচ্ছে। তবে সমস্যা হয় সেই জমি-বাড়ি মিউটেশন করাতে গিয়ে। বিষয়টি নজরে আসায় নাড়াচাড়া পড়ে যায় পুরসভার অন্দরে। উদ্বিগ্ন চেয়ারম্যান কমলেশ সাউ পুরসভার বড়বাবকে সঙ্গে নিয়ে ওই ভাগাড়ের জমি ঘুরে দেখেন এবং পুলিশেও অভিযোগ করেন।  

    টিটাগড় স্টেশনের কাছে জি সি রোডের ধারে ওই ভাগাড়ে দেখা যায়। এখানে বংশ পরম্পরায় চাষ করা কৃষকরা এখন বেশ আতঙ্কের মধ্যে আছেন। কারণ জমি মাফিয়ারা বাইরে থেকে দলবল নিয়ে এসে তাঁদের মারধরও করছে। প্রাণনাশের হুমকি দিচ্ছে। জমি ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁদেরকে জোর করা হচ্ছে। প্রেম মাহাত নামে এক কৃষক বলেন, আমরা কয়েক পুরুষ ধরে এখানে বসবাস, চাষ করছি। এখানে চাইনিজ পেঁয়াজ, পেঁয়াজকলি, লেটুস পাতা, পুদিনা পাতা, সালাডে ব্যবহারের বিভিন্ন পাতার চাষ হয়। এছাড়া ফুলকপি এবং বাঁধাকপিও চাষ হয়। কিছুদিন ধরে দেখছি একটি দালালচক্র বিভিন্ন ভুয়ো কাগজপত্র বের করে জমি বিক্রি করে দিচ্ছে। কিছু বললেই রিভলবার নিয়ে ভয় দেখাচ্ছে। মারধরও করছে। এই জমির প্রকৃত মালিক টিটাগড় পুরসভা। পুরসভার চেয়ারম্যান এসেছিলেন। তাঁকে সব বলেছি।

    টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভাগাড়ের জমি ঘুরে দেখেছি। একটি দালালচক্র, জমি মাফিয়াচক্র সক্রিয় হয়েছে। কিন্তু আমরা পুরসভার জমি বিক্রি করতে দেব না। কৃষকদের বলেছি, আপনাদের দেওয়া হয়েছে চাষ করার জন্য। এখানে যেন কেউ জমি দখল করে বাড়ি তৈরি না করেন। তেমন কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পুরসভাকে জানাবেন। পুলিশকে বিষয়টি বিস্তারিত জানিয়েছি। আশা করি দালালচক্রের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেবে পুলিশ।এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেয়ারম্যানের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)