৫১৫টি রাস্তা সংস্কারে ৪১৭ কোটি বরাদ্দ, চলছে টেন্ডার
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামীণ এলাকায় উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তার উপর কয়েকমাস পরেই বিধানসভা ভোট। তাই উন্নয়নের কাজে গতি আনতে উদ্যোগী হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। কোথাও রাস্তাজুড়ে খানাখন্দ, কোথাও এতটাই বেহাল যে, চলাচল করাই দায়। কোথাও আবার অতিবৃষ্টির কারণে রাস্তা ভেঙে চৌচির। এইসব রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পথ-যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে জেলার ৫১৫টি রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বেহাল রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরি বাবদ খরচ হবে ৪১৭ কোটি ১৩ লক্ষ টাকা। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত এলাকায় বহু রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু গত বর্ষায় সেই সব রাস্তা বেহাল হয়ে গিয়েছে। অনেকেই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তারপর রিপোর্ট সংগ্রহ করে রাস্তার তালিকা চূড়ান্ত করে জেলা প্রশাসন। সেই রিপোর্ট জমা পড়ে নবান্নে।
ইতিমধ্যেই ৫১৫টি রাস্তা তৈরির তোড়জোড় শুরু করছে জেলা প্রশাসন। পথশ্রী প্রকল্পের মাধ্যমে বারাসত থেকে বনগাঁ, বারাকপুর থেকে বসিরহাট
সর্বত্রই বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০টি রাস্তার জন্য টেন্ডার ডাকা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।
এনিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শশাঙ্ক শেট্টি বলেন, পথশ্রীর জন্য রাজ্য সরকার টাকা পাঠিয়েছে। সেই মতো কাজ শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছেন। রাস্তাঘাট সংস্কারের কাজ হয়ে গেলে যান চলাচল আরও গতিশীল হবে। নাগরিকদের আর ভোগান্তিও পোহাতে হবে না।