পথকুকুরদের খাওয়াতে কলকাতায় ৪৮৭টি স্থান চিহ্নিত করল পুরসভা
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার রাস্তায় পথকুকুরদের খাওয়ানো নিয়ে একাধিক জায়গায় গণ্ডগোলের ঘটনা ঘটে। কিছু ঘটনা নিয়ে থানা-পুলিশ পর্যন্ত হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টে দিল্লির রাস্তায় পথকুকুরের সমস্যা নিয়ে মামলা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশ দেয় আদালত। তবে আগেভাগেই কলকাতায় পথকুকুরদের খাবার দেওয়ার স্থান চিহ্নিত করে দিয়েছে কলকাতা পুরসভা।
বুধবার পুরসভার মাসিক অধিবেশনে পথকুকুর নিয়ে প্রশ্ন তোলেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপক গঙ্গোপাধ্যায়। উত্তরে ডেপুটি মেয়র এবং পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, ‘শহরজুড়ে ৪৮৭টি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সেখানে পথকুকুরদের খেতে দেওয়া যাবে। পুরসভার স্বাস্থ্য বিভাগ জায়গাগুলিতে সংকেত চিহ্ন ব্যবহারের ব্যবস্থা করছে।’ এর পাশাপাশি তিনি জানান, ডিসেম্বরে শহরের ১৪৪টি ওয়ার্ডেই পথকুকুরদের টিকা দেওয়া ও নির্বীজকরণের বিশেষ কর্মসূচি হবে।