নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ নেই। মানুষ ফিরে যাচ্ছেন। পরিষেবা পাচ্ছেন না। তাছাড়া যে ওষুধগুলি দেওয়া হচ্ছে, তার মানও খারাপ।
বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই অভিযোগ তোলেন কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার মিনাদেবী পুরোহিত। অভিযোগের জবাবে কলকাতার ডেপুটি মেয়র এবং পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, ওষুধ না থাকার বিষয় জানার পর ওয়ার্ড হেলথ অফিসারকে শো-কজ করা হয়েছে। এদিন পুরসভার মাসিক অধিবেশনে মিনাদেবী পুরোহিত বলেন, ‘একাধিক প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না কয়েক সপ্তাহ হয়ে গেল। মানুষ ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন।’ অতীন ঘোষ উত্তরে বলেন, ‘সেন্ট্রাল স্টোরে পর্যাপ্ত ওষুধ মজুত আছে। নিয়ম অনুযায়ী, ওয়ার্ডের হেলথ সেন্টারে ওষুধ না থাকলে সংশ্লিষ্ট হেলথ অফিসারের উচিত বিষয়টি বরো হেলথ অফিসারকে জানানো। পাশাপাশি বরো মিটিংয়ে ওষুধের প্রয়োজনীয়তার কথা নথিভুক্ত করার দরকার। কিন্তু এক্ষেত্রে হেলথ অফিসার ওষুধ না থাকার বিষয়টি বরোস্তরে জানাননি। তাই তাঁকে শো-কজ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ওষুধ ওই ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েও দেওয়া হয়েছে।’ এদিন ওষুধের গুণমান খারাপ বলেও অভিযোগ তোলেন মিনাদেবী। তিনি বলেন, ‘ওষুধ ভেঙে যাচ্ছে।’ তাঁর পাশে বসা ৯২ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার মধুছন্দা দেবও অভিযোগ করেন, ‘স্বাস্থ্যকেন্দ্র থেকে যে ওষুধ দেওয়া হচ্ছে তার মান ভালো নয়। আমার কাছেও অভিযোগ এসেছে যে, স্ট্রিপ থেকে ওষুধ খুলতে গিয়ে দেখা যাচ্ছে তা গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে।’ এর জবাবে অতীন জানান, ওষুধ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর আগে সমস্ত ধরনের পরীক্ষা হয়। ফলে মান খারাপ হওয়ার কথা নয়। তারপরও যদি কোনও অভিযোগ থাকে তাহলে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।