নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো থেকেই কলকাতায় নিষিদ্ধ বাজি পাকড়াও করতে তৎপর হয়েছিল কলকাতা পুলিশ। শহরের সব থানা এলাকা থেকে বাজেয়াপ্ত বাজির পরিমাণ ছিল প্রায় সাড়ে ৯ হাজার কেজি। দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো উপলক্ষ্যে বিভিন্ন নাকা চেকিংয়ে ধরা পড়ে বিপুল পরিমাণ বাজি। সেগুলি জমা করার নির্দেশ দিল লালবাজার। পুলিশ সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের তাঁবুর সামনে বাজেয়াপ্ত বাজি জমা করতে হবে থানাগুলিকে। বুধবার এনিয়ে কলকাতার সব থানার ওসিদের নির্দেশ পাঠালেন কলকাতা পুলিশের ডিসি (রিজার্ভ ফোর্স)। কারণ, এই নিষিদ্ধ বাজি আদালতের গাইড লাইন মেনে হলদিয়াতে পাঠাতে হবে নষ্ট করার জন্য। কলকাতা পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোয় শহরে প্রায় ৩ হাজার কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়। কালীপুজোয় সেই বেআইনি বাজির পরিমাণ বেড়ে হয় প্রায় ৫ হাজার কেজি। ছটপুজোতেও আইন ভাঙার বহর কমেনি।