নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ নভেম্বর লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে প্রাণঘাতী বিস্ফোরণ। কেঁপে উঠেছিল দেশের রাজধানী। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ওই স্টেশনটি। এই ঘটনার প্রভাব পড়ল কলকাতা মেট্রোতে। দিল্লির বিস্ফোরণকাণ্ডের পর শহরের মেট্রো স্টেশনের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে এল তিন কোম্পানি স্পেশাল ফোর্স। রেল কিংবা মেট্রো চত্বরের সুরক্ষার দায়িত্বে রয়েছে রেলরক্ষী বাহিনী (আরপিএফ)। খাকি উর্দীধারীরা মূলত ভিড় নিয়ন্ত্রণ কিংবা সাধারণ আইন-শৃঙ্খলার দায়িত্ব সামলান। কিন্তু আরপিএফ’র স্পেশাল ফোর্স মূলত জঙ্গি আক্রমণ মোকাবিলায় সিদ্ধহস্ত। পিঠ-বুক ঢাকা বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে অত্যাধুনিক আগ্নেয়ান্ত্র থাকা কম্যান্ডোদের বুধবার থেকেই শহরের বিভিন্ন স্টেশনে দেখা গিয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাঁরা বিশেষ অভিযান চালাবেন মহানগরীর মেট্রোপথে।
স্পেশাল ফোর্সের উপস্থিতিতে সাধারণ আরপিএফ বাহিনীর সক্রিয়তা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে মেট্রোর প্রতিটি স্টেশনে যাত্রীদের ব্যাগ-সুটকেস তল্লাশিতে বাড়তি জোর দেওয়া হয়েছে। যদিও যাত্রীদের অভিযোগ, শহরের একাধিক মেট্রো স্টেশনের ব্যাগেজ স্ক্যানার অচল হয়ে পড়ে রয়েছে। বুধবার সন্ধ্যায় এসপ্ল্যানেড স্টেশনে দু’নম্বর গেটের বাইরে যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। যাত্রীদের অভিযোগ, স্ক্যানার খারাপ থাকায় আরপিএফ বাহিনী হাতেকলমে ব্যাগ তল্লাশি করছে। তার ফলে অফিস ফেরত যাত্রীদের বিরাট দুর্ভোগ সইতে হয়েছে। মানুষের লাইন পাতাল পথের সিঁড়ি টপকে রাস্তায় এসে পড়ে। একদিকে গত জুলাই থেকে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর মেট্রো পথে পরিষেবা কার্যত লাটে উঠেছে। যাত্রীদের দাবি, দীর্ঘ পাঁচ মাস মেট্রো সময়সূচি অনুযায়ী চলছে না। গন্তব্যে পৌঁছতে অনাবশ্যক দেরি হচ্ছে। তার উপর ব্যাগ তল্লাশি ঘিরে হচ্ছে অহেতুক বিলম্ব। এ নিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীমহলে। উল্লেখ্য দিল্লি বিস্ফোরণের প্রাথমিক তদন্তে হামলাকারীদের আস্তানা থেকে উদ্ধার হয়েছে এক ডজন সুটকেস। তদন্তকারীদের অনুমান, সুটকেস ভর্তি বিস্ফোরক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে আরও বড়সড় হামলার ছক করেছিল আততায়ীরা। সেই সূত্রে মেট্রো কিংবা রেল চত্বরে নিরাপত্তারক্ষীদের নজরে যাত্রীদের ট্রলি, ব্যাগ, সুটকেস। এদিন মেট্রো স্টেশনে বড় ট্রলি কিংবা সুটকেস দেখলেই আরপিএফ জওয়ানদের বাড়তি তৎপরতা চোখে পড়েছে।
শিয়ালদহ-হাওড়া সহ বড় রেলস্টেশনে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন কিছু দেখলেই যাত্রীদের দাঁড় করিয়ে লাগাতার চেকিং করা হয়েছে। সবমিলিয়ে লালকেল্লাকাণ্ডের পর বাড়তি সতর্ক মেট্রো রেল।