বিহারে বিপুল ভোটে জিতেছে এনডিএ। আজ, পাটনার গান্ধী ময়দানে শপথ নেবে নতুন সরকার। দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার। সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
তিন দিনের সফরে ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, প্রথমে ছত্তিসগড়ে যাবেন তিনি। অম্বিকাপুরে ‘জনজাতীয় গৌরব দিবস’-এর অনুষ্ঠানে যোগ দেবেন। দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি যাবেন তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। ভারতীয় কলা মহোৎসব-এর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। শনিবার অন্ধ্রপ্রদেশে যাবেন রাষ্ট্রপতি। সত্য সাঁই বাবার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বাংলায় জোরকদমে চলছে এসআইআর-এর কাজ। মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। জেলায় জেলায় ঘুরছেন তাঁরা। খতিয়ে দেখছেন কাজ। আজ মালদা যাওয়ার কথা রয়েছে কমিশনের বিশেষ টিমের। তার পরে ফিরবেন কলকাতায়। তাঁরা কী বলেন, সে দিকে নজর থাকবে আজ।
এপস্টাইন কেলেঙ্কারি নিয়ে তোলপাড় আমেরিকা। এই সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করার জন্য বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসে। এখন বিল গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি সই করবেন? উল্লেখ্য, এপস্টাইন ফাইলে ট্রাম্পেরও নাম রয়েছে বলে অভিযোগ। আজ তিনি বিলে সই করেন কি না, সেদিকে নজর থাকবে।
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ম্যাচ। পাকিস্তানে জঙ্গি হামলার পরে ত্রিদেশীয় সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। দেশে ফিরতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তবে বোর্ড অনুমতি দেয়নি। আজ তাঁদের ম্যাচের দিকে নজর থাকবে।