এই সময়, হিলি: বছর পাঁচেক আগে বিহারে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হিলির এক পরিযায়ী শ্রমিক। সেই নিখোঁজ হওয়া শ্রমিককে মহারাষ্ট্র থেকে উদ্ধার করল হিলি থানার পুলিশ। বুধবার তাঁকে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ওই পরিযায়ী শ্রমিককে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ছেলেকে ফেরত পেয়ে খুশি পরিবার। বাবা-মায়ের কাছে ফিরতে পেরে খুশি বছর ৩৮-এর সুজিত দাস। হিলি থানার উজাল গ্রামের বাসিন্দা ঝন্টু দাস আর্থিক অনটনে ২০২০ সালে পরিবার নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বিহারের মুজফ্ফরপুরে গিয়েছিলেন। তাঁর বড় ছেলে সুজিতকে ঠিকাদার বীরেন্দ্র কুমার তাঁর নিজের বাড়িতে কাজ করার জন্য নিয়ে যান। সেখানে থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল।
ছেলেকে ফিরে পেতে মুজফ্ফরপুর থানা ও হিলি থানার পাশাপাশি বালুরঘাট ও বিহারের পাটনা আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঝন্টু। সুজিতের সন্ধানে তিন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল মুজফ্ফরপুর পুলিশ। কিন্তু কোনও লাভ হয়নি। চলতি মাসের প্রথমের দিকে হিলি থানার দক্ষিণপাড়া এলাকার দুই যুবক মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গিয়ে সুজিতকে দেখতে পান। ভিডিয়ো কলে সুজিতকে শনাক্ত করে পরিবার। বিষয়টি জানতে পেরেই পরিবার নতুন করে অভিযোগ দায়ের করে হিলি থানায়। এরপরে হিলি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে আনে।
তবে কী ভাবে যুবক বিহার থেকে মহারাষ্ট্রে গেলেন, তা পরিষ্কার হয়নি। ঝন্টু বলেন, 'আমরা তো ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। অবশেষে পুলিশ তাকে উদ্ধার করে এনেছে।' হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, 'আজ ওই যুবককে উদ্ধার করে আনা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।'