• রেড রোডের নাম বদল থেকে মনীষীদের অপমান, কলকাতা পুরসভার অধিবেশন সরগরম রাজনৈতিক বিষয় নিয়েই
    আনন্দবাজার | ২০ নভেম্বর ২০২৫
  • কলকাতা পুরসভার মাসিক অধিবেশন সরগরম রইল বিবিধ রাজনৈতিক বিষয় নিয়ে। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসেছিল। সেখানেই বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে পরস্পর তর্কযুদ্ধ জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরেরা। অধিবেশনের উত্তাপ কমাতে চেয়ারপার্সন মালা রায়কে কাউন্সিলরদের দিতে হল জোর ধমক।

    অধিবেশনের একেবারে শেষ দিকে প্রস্তাবনায় ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, “সাম্প্রতিক সময়ে দেশ জুড়েই বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃতদের অসম্মান এবং অবমাননা করা হচ্ছে। রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ব্রিটিশদের সহচর বলেছেন তো অসমে রবি ঠাকুরের গান গাইলে এফআইআর করার হুমকি দেওয়া হচ্ছে। আবার তারাই বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে।” এর জন্য তিনি কেন্দ্রের শাসকদল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। জবাব দেন ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, “আমি অরূপদার প্রস্তাবকে সমর্থন করছি। যতদূর জানি যে ব্যক্তি এই মন্তব্য করেছিলেন, তিনিও এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। কিন্ত রেড রোডের নাম বদলে দিয়ে কার্নিভাল রাখার প্রস্তাব দিয়েছেন তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত। কিন্তু রেড রোডের নাম তো অনেক দিনই বদলে গিয়েছে, তার নাম ইন্দিরা গান্ধী সরণী। আজ সেই ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাঁর নাম বদলে একটি বিদেশি শব্দে রাস্তার নামকরণ করতে বলেছেন।” প্রসঙ্গত, বুধবার তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত প্রশ্নোত্তরপর্বে বলেন, রেড রোডের নাম বদল করে তা কার্নিভাল রোড করা হোক। যদিও এই প্রস্তাব খারিজ করে দেন মেয়র ফিরহাদ।

    কটাক্ষের সুরে সজল আরও বলেন, রাস্তার নাম বদলে মমতা সরণী করার প্রস্তাব দিতে পারতেন। বিজেপি কাউন্সিলরের এমন কথা শুনেই ক্ষেপে যান তৃণমূল কাউন্সিলরেরা। এরপর এই প্রস্তাবের সমর্থনে বলেন মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁরা অরূপকে সমর্থন জানিয়ে বিজেপির উদ্দেশে বলেন, “যারা স্বাধীনতা আন্দোলনের পিছনে ছুরি মেরে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের মুচলেকা দিয়েছিল, তাদের মুখ থেকে রাষ্ট্রপ্রেম শিখব না। তাঁরা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে নষ্ট করে দিতে চাইছে। তা বাংলার মানুষ কখনও হতে দেবে না।”
  • Link to this news (আনন্দবাজার)