• ক্যাম্পাসে হাত ধরে হাঁটায় মার, অশালীন মন্তব্য, অভিযুক্ত ফোর্থ ইয়ারের ৪ ছাত্র
    এই সময় | ২০ নভেম্বর ২০২৫
  • এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের অশালীন মৌখিক আক্রমণ এবং এক ছাত্রকে মারধরের অভিযোগে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের চার ছাত্রের ক্যাম্পাসে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাত ৮.৩০টা থেকে ১০.৩০টার মধ্যে ক্যাম্পাসের মধ্যেই অভিযুক্তরা কয়েকজন ছাত্রীকে অকথ্য অশ্লীল আক্রমণ করেন বলে অভিযোগ। অন্য কয়েক জনের উপরে শারীরিক হামলাও হয় বলে দাবি অভিযোগকারীদের। এক ছাত্রকে কামড়ে রক্তাক্ত পর্যন্ত করা হয়েছে বলে পড়ুয়াদের দাবি। অভিযুক্তদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

    কমপক্ষে ১০ জন পড়ুয়ার সই করা অভিযোগপত্র উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে জমা পড়ে বুধবার। এই অভিযোগের ভিত্তিতেই উপাচার্য দ্রুত পদক্ষেপ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তদন্তের জন্য উপাচার্য অধ্যাপক এবং ছাত্র প্রতিনিধিদের (স্নাতক ও স্নাতকোত্তর থেকে একজন করে) নিয়ে একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত চার জন ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।

    অভিযুক্তদের দু’জন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অন্যজন প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। দ্বিতীয় বর্ষের ফিল্ম স্টাডিজ়ের এক ছাত্রীর দাবি, অভিযুক্ত ছাত্ররা তাঁদের উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই ছাত্রদের বিরুদ্ধে ক্যাম্পাসে নীতি–পুলিশি চালানোর অভিযোগও রয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মাঠে এক ছাত্র এবং ছাত্রী হাত ধরে ঘোরায় তাঁদের উপরে চড়াও হন অভিযুক্তরা। বলা হয়, এ ভাবে ক্যাম্পাসে ঘোরা যাবে না। অভিযোগ, প্রতিবাদ করলে ওই ছাত্রীকে উদ্দেশ করে অত্যন্ত অশ্লীল মন্তব্য করা হয়। এক অভিযোগকারিণী ছাত্রীর দাবি, ‘অভিযুক্তদের দু’জন তীব্র নারীবিদ্বেষী মন্তব্য করেন এবং তাঁদের একজন এক ছাত্রীর কব্জি মুচড়ে দেয়।’

    অভিযোগপত্রে ছাত্রছাত্রীরা এই ‘আক্রমণাত্মক’ এবং ‘জঘন্য’ আচরণের প্রতিবাদ জানিয়ে দাবি করেছেন, তাঁদের ‘সীমা অতিক্রম না করার’ এবং ‘করলে পরিণতি ভালো হবে না’ বলে হুমকি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা জানান, তাঁরা নিরাপত্তাকর্মী এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরে আরও ছাত্রছাত্রীকে জড়ো করে অভিযুক্তদের মোকাবিলা করেন। দু’পক্ষের মধ্যে দু’দফা বাদানুবাদের পরে ধস্তাধস্তি শুরু হয়। ইংরেজি বিভাগের এক ছাত্রকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ছাত্রই গত মার্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। অভিযুক্তদের একজন (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র) ইংরেজির ওই ছাত্রকে কামড়ে দেন বলে দাবি অভিযোগকারীদের। তাঁর চোখেও আঘাত করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী জানান, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গিয়েছিল। তিনি বলেন, ‘অভিযুক্ত ছাত্র এবং তাঁর বন্ধুরা এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তাঁরা কারও কথা শুনছিলেন না। এঁরা দীর্ঘদিন ধরেই সমস্যা তৈরি করছেন। তাঁরা গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে থাকেন এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। প্রকাশ্যে নেশাও করেন।’ অভিযোগ, অভিযুক্তরা আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। অভিযোগকারীদের দাবি, এই ছাত্রদের একটি রাজনৈতিক সংগঠনও রয়েছে, যেটি ২০২৩–এ হস্টেলে র‍্যাগিং ও ছাত্রমৃত্যুর ঘটনায় জড়িত।

  • Link to this news (এই সময়)