আজ নীতীশের সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ আরও ২৬ বিধায়কের, তালিকায় আর কে কে?
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
পাটনা, ২০ নভেম্বর: বিগত দু’দশক ভোটে লড়েননি। তবুও দিব্যি বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন নীতীশ কুমার। আজ, বৃহস্পতিবার দশমবারের জন্য পাটুলিপুত্রের মসনদে বসতে চলেছেন ৭৫ বছর বয়সি জেডিইউ সুপ্রিমো। যা রেকর্ড। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে নতুন সরকারের শপথগ্রহণ। সূত্রের খবর, নীতীশের সঙ্গে একই মঞ্চে মন্ত্রী হিসেবে শপথ নেবেন আরও ২৬ জন বিধায়ক। তাঁদের মধ্যে ১৪ জন বিজেপির। এছাড়া এনডিএর তিন ছোট শরিক এলজেপি (আরভি), হাম এবং আরএলএমের চারজন। বাকিরা জেডিইউ-র বিধায়ক।গান্ধী ময়দানে এখন শেষ মুহর্তের ব্যস্ততা। চারিদিকে সাজ সাজ রব। সকাল থেকে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন শাসক শিবিরের কর্মী-সমর্থকরা। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও। এছাড়াও এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রন জানানো হয়েছে। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না রাহুল গান্ধী বা তেজস্বী যাদব। অনুষ্ঠানে একমাত্র বিরোধী মুখ জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। সব নজর তাঁর দিকে।১৪ নভেম্বর ফল বেরনোর পর গত চারদিন ধরে মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ পদ নিয়ে দর কষাকষি শুরু করেছিল এনডিএ-র শরিকরা। বিশেষ করে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসোয়ান গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করেন। এমনকি তিনি উপমুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন বলেও খবর। তবে বিজেপির দু’জন উপমুখ্যমন্ত্রী থাকায় চিরাগের দাবি খারিজ হয়ে যায়। নীতীশের শপথগ্রহণের চিরাগ থাকছেন না।