• আজ আরও বাড়বে গরম, জানুন আবহাওয়া আপডেট?
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • কলকাতা, ২০ নভেম্বর: নভেম্বরের শুরুর দিকে একটু ঠান্ডার পরশ পেয়েছিল বাংলা। আশা ছিল, শিগ্‌গির জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু কোথায় কী! কলকাতায় এখন রীতিমতো গরম। সর্বোচ্চ তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রির ঘরে। তার সঙ্গে ঊর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারদও। ফলে শীতের আমেজ উধাও। আর্দ্রতা বেড়ে যাওয়ায় দুপুরের রোদে ঘাম।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তা পৌঁছাতে পারে ২০ ডিগ্রির ঘরে। যা গতকালের থেকে প্রায় দেড় ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। যা স্বাভাবিকের ০.১ ডিগ্রি উপরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। অন্যদিকে আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ছ’টি জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেইসঙ্গে বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। পরিস্থিতি যা তাতে আপাতত শহরে শীতের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
  • Link to this news (বর্তমান)