সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সন্দেহে ধৃত ব্যক্তির উপর জেলের ভিতর হামলা। শুধু তা-ই নয়, চেষ্টা তার প্রাণ নেওয়ার। ঘটনাটি মোদির রাজ্য গুজরাটের সবরমতী জেলের। কড়া নিরাপত্তার বেষ্টনীতে জেলে সন্দেহভাজন জঙ্গির উপর প্রাণঘাতী হামলা।
সম্প্রতি গুজরাটের সবরমতী জেলে জঙ্গি চিকিৎসক সইদ আহমেদ মহিউদ্দিন আবদুল কাদের জিলানিকে বেধড়ক মারধর করল অন্য তিন বন্দি। মঙ্গলবার এই তথ্য মিলেছে সবরমতী জেল সূত্রে। মারণ বিষ রাইসিন ব্যবহার করে দেশে গণহত্যার ষড়যন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল ওই জঙ্গিকে।
তার উপর এই হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত। গত ৮ নভেম্বর গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে তিন সন্দেহভাজন চিকিৎসককে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মারণ বিষ রাইসিন ব্যবহার করে দেশে ভয়ংকর গণহত্যার ছক কষেছিল তারা।
এই তিনজনের মধ্যে অন্যতম মহিউদ্দিন সইদ জিলানিকে রাখা হয়েছে সবরমতীর হাই সিকিউরিটি জেলে।