• পাঞ্জাবে জঞ্জাল সাফাইয়ের গাড়িতে হাসপাতাল থেকে শ্মশানে বেওয়ারিশ লাশ! রিপোর্ট তলব এসডিও-র
    প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে ফের জনতার রোষের মুখে সরকার। জঞ্জাল সাফাইয়ের গাড়িতে বেওয়ারিশ লাশ নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা হাসপাতাল কর্তৃপক্ষের।

    জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পাঞ্জাবের ফাগওয়াড়ায়। সেখানে পুরসভার আবর্জনা সংগ্রহের গাড়িতে একটি বেওয়ারিশ মৃতদেহ সরকারি হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। ফাগওয়াড়া সিভিল হাসপাতালের এই ভিডিও এক ব্যক্তি সমাজ মাধ্যমে পোস্ট করায় ঘটনাটি প্রকাশ্যে আসে। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়।

    হাসপাতাল কর্মীরা জানিয়েছেন একটি রেল স্টেশনে মৃতদেহটি পাওয়া যায়। এরপরে আবর্জনা সংগ্রহের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহটি কেউ দাবি না করায়, হাসপাতাল কর্তৃপক্ষ আবর্জনার গাড়িতেই মৃতদেহটি শ্মশানে নিয়ে যায়।

    পুরসভার আবর্জনার গাড়ির চালকের দাবি, এমন ঘটনা প্রায়ই ঘটে। সব বেওয়ারিশ লাশ এইভাবেই শ্মশানে নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, এই সমস্যা সমধানের জন্য পুরসভার তরফে কোনও ব্যবস্থা করা হয়নি।

    এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এলাকার এসডিও। তাঁর দাবি হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা স্বত্ত্বেও কেন তা ব্যবহার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি। মেয়র রামপাল উপ্পল এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)