দেশ থেকে তাড়িয়ে দেবে না তো! এসআইআর ‘আতঙ্কে’ রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: এসআইআর আতঙ্কে রেল লাইনের ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনায় গুরুতর অবস্থায় অশোক সর্দারকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর একটি বাদ দিতে হয়েছে। অবস্থা রীতিমতো সঙ্কটজনক। পরিবারের দাবি, বছর ৬৩ এর অশোক সর্দার এবং তাঁর স্ত্রীয়ের নাম ছিল না ২০০২ সালের ভোটার তালিকায়। তা জানার পর থেকেই আতঙ্কে ছিলেন। কি করবেন কোথায় যাবেন বুঝতে পারছিলেন না। সেই কারণেই এমন ঘটনা বলে দাবি পরিবারের।
বলে রাখা প্রয়োজন, বাংলায় এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া ঘোষণার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। অনেক ক্ষেত্রেই এর পরিণতি মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে ইতিমধ্যেই অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করছেন, এমন অভিযোগও উঠছে। এর মধ্যেই এই ঘটনা।
জানা যাচ্ছে, কামারহাটি পুরসভার প্রফুল্ল নগর লো ল্যান্ডের দীর্ঘদিনের বাসিন্দা অশোক সর্দার। পেশায় একজন রিক্সাচালক। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। অশোক সর্দারের মেয়ে চৈতালি সরকার বলেন, “কদিন ধরেই বাবা বারবার বলছিল, আমার কোনও নথি নেই। দেশ থেকে তাড়িয়ে দেবে না তো। সেই চিন্তার থেকেই এমনটা করতে পারে।”