একহাতে এসআইআরের ফর্ম, অন্য হাতে নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি! সাতসকালে উত্তেজনা দিনহাটায়
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৫
বিক্রম রায়, কোচবিহার: এক হাতে এসআইআরের ফর্ম, অন্য হাতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের মুখে কালি লাগানো ছবি! এমনই অভিনব উপায়ে বিক্ষোভ মহিলাদের। যা নিয়ে আজ বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা বিধানসভার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথে। মহিলাদের অভিযোগ, বিজেপি নেতা নিশীথ প্রামাণিক দিনহাটার মহিলাদের অপমান করেছেন। তারই প্রতিবাদ জানাতে এমন অভিনব বিক্ষোভ।
বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এর মধ্যেই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সম্প্রতি দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে বিজেপি নেতা মন্তব্য করেন, সেখানে নাকি এক এক ব্যক্তির ৩০/৪০ টি করে ছেলে আছে। এহেন মন্তব্য দিনহাটার মানুষের জন্য অপমানজনক। এর মধ্যেই আজ বৃহস্পতিবার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথে এসআইআর সংক্রান্ত ফর্ম নিতে আসেন সংশ্লিষ্ট বিএলও। সেই সময় মহিলারা একহাতে নিশীথের মুখে কালি লাগানো ছবি এবং অন্য হাতে ফর্ম জমা দেন।
মহিলারা আরও বলেন, এলাকায় কোনও বাংলাদেশি নেই। এরপরেও বিজেপি নেতা বলছেন এলাকায় নাকি বাংলাদেশি লুকিয়ে রয়েছে। তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন, ”নিশীথ প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতেই এলাকার সাধারণ মানুষজনই এই প্রতিবাদ দেখিয়েছেন।” বলে রাখা প্রয়োজন, এর আগেও একাধিকবার খোদ নিজের এলাকাতেই মানুষের বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে নিশীথ প্রামাণিককে। তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়, আবার কখনও বিজেপি নেতার কনভয় লক্ষ্য করে ছোঁড়া হয় ডিমও।