• কমিশনের দলের সভা বহরমপুরে
    আনন্দবাজার | ২০ নভেম্বর ২০২৫
  • দিনের শেষে বৈঠক সারতে বুধবার বিকেলে মুর্শিদাবাদের পৌঁছলেন দেশ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত একাধিক নির্বাচন কমিশনার। নদিয়ার কৃষ্ণনগর থেকে সড়ক পথে প্রায় চারটে নাগাদ মুর্শিদাবাদ সার্কিট হাউসে পৌঁছন তাঁরা। দেরিতে হলেও সেখানে দুপুরের আহার সেরে সার্কিট হাউসের সভাকক্ষেই জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন সন্ধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত চলে ম্যারাথন বৈঠক। উঠে আসে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নানা কথা।

    বুধবার সন্ধ্যায় সার্কিট হাউসের সভাকক্ষে ওই সভা থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুল ভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার এবং কোনও ভাবেই যেন বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেই বিষয়টি ও গুরুত্ব দিয়ে দেখার জন্য বলা হয়েছে বার বার। তবে কোনও ভাবেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি নির্বাচন কমিশনের আধিকারিকেরা। বৈঠক শেষে বিজেপি নেতা শাখারভ সরকার, একটি চিঠি এবং কিছু ভোটার তালিকা তুলে দেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের হাতে। শাখারভের দাবি, "জেলার বেশ কিছু অবৈধ ভোটার যারা বাংলাদেশ থেকে এসে এদেশে কেউ শ্বশুরকে বাবা বানিয়েছে, বা অন্য কোনও আত্মীয়-স্বজনকে বাবা-মা সাজিয়েছে, সেই তালিকা আমরা তুলে দিয়েছি। লম্বা সময় বৈঠক হয়েছে ফলে আমরা আশা করব অবৈধ ভোটার নিয়ে কড়া ব্যবস্থা নেবে কমিশন।’’

    এ দিন সকাল থেকেই জেলা প্রশাসনের কর্তাদের মধ্যে তৎপরতা ছিল চরমে। বেলা গড়াতেই জেলার বিভিন্ন মহকুমা শাসক ও বিডিও-রা উপস্থিত হয়ে যান সার্কিট হাউসের সভাকক্ষে। পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, উপ নির্বাচন কমিশনার অভিনব আগরওয়াল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রায় ৪ টে নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে সরাসরি চলে যান সার্কিট হাউসে। জেলা শাসকের দফতরে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়েছে সার্কিট হাউসে। সাড়ে চারটে নাগাদ সভা শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৩০ মিনিট পর শুরু হয় সভা।

    সূত্রের খবর, দুপুরের আহারের প্রস্তুতি না থাকায়, ভাতের সঙ্গে ঝিঙে আলুপোস্ত, চিকেন কষা, মুগ ডাল কাতলা মাছ, ঝুরঝুরে আলুভাজা আর চাটনি দিয়ে আহার সারেন তাঁরা। খাবারের শেষে জেলার একটা প্রসিদ্ধ পানের দোকানের পান খেয়েই মিটিংয়ে ঢুকে যান কেন্দ্র ও রাজ্যের নির্বাচনী আধিকারিকেরা।

    তবে রাতের আহারে রাজকীয় আয়োজন থাকবে বলেই জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। সার্কিট হাউসের রান্নাঘর সূত্রে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাতে ভাত রুটি পোলাও-এর পাশাপাশি চিকেন বাটার মশলা, ডাল মাখানি, পনির কোপ্তার সঙ্গে থাকবে ম্যাংগো চাটনি, চাপ সন্দেশ, পাপড় ও স্যালাড।
  • Link to this news (আনন্দবাজার)