• বিবাদ চরমে, যা ঘিরে নাকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • ফের অশান্তি। ফের বিবাদ। আর এবার তা চূড়ান্ত পর্যায়ে। যা ঘিরে নাকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! কাদের বিবাদ? শোনা যাচ্ছে, ধারাবাহিকের মুখ্য চরিত্রদের মধ্যে অশান্তি চরমে। আর্য ও অপর্ণার পর্দার কেমিস্ট্রি যে বাস্তবে প্রতিফলিত হয় না, তা কয়েকমাস আগেই বোঝা গিয়েছিল। এবার যেন তা মাত্রা ছাড়িয়েছে। সূত্র বলছে, দুই মুখ্য শিল্পী দিতিপ্রিয়া রায় ও জীতু কামালের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। তা মিটমাটের জন্য সোমবার প্রযোজনা সংস্থার অফিসে একটি মিটিং ডাকা হয়। তবে তাতে সমাধানসূত্র মেলেনি। এখন শোনা যাচ্ছে, জীতু নাকি আর্য সিংহরায়ের চরিত্র থেকে সরে দাঁড়াতে পারেন। এই চরিত্রে আসতে পারে নতুন মুখ। ঘটনায় ক্ষুব্ধ জীতুর অনুরাগীরা। সমাজমাধ্যমে ধারাবাহিক বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। পাশাপাশি আক্রমণের মুখে পড়তে হচ্ছে দিতিপ্রিয়াকে। এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল জীতুর সঙ্গে। ফোনে সাড়া মেলেনি। সমাজমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছেন, ‘যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে সম্পূর্ণ হতে হবে, অথবা বোকা হতে হবে। কঠোর পরিশ্রমই একমাত্র শেষ বিকল্প।’ অপরদিকে, দিতিপ্রিয়া ফোনে বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনও মন্তব্য করব না। আমার কিছু বলার থাকলে প্রয়োজনে জনসমক্ষে জানাব।’

    অশান্তির সূত্রপাত গত আগস্টে। জীতুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ করেন দিতিপ্রিয়া। পাল্টা পোস্ট করেছিলেন অভিনেতাও। কিছুদিন পর চ্যানেল ও প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে বিবাদ মেটে। এরপর অসুস্থতার কারণে দিতিপ্রিয়া দিন কয়েক বিরতি নেন। সেই সময় অভিনেত্রীর আরোগ্য কামনা করে পোস্ট করেন জীতু। এর মাঝে টিআরপি তালিকাতে ভালো ফল করছে ধারাবাহিকটি। আচমকাই ছন্দপতন। দিন কয়েক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জীতু। ফিরে শ্যুটিংয়ে যোগ দেওয়ার পরেই নতুন বিপত্তি। জানা যায়, একে অপরের সঙ্গে শ্যুট করতে নারাজ তাঁরা। শুরু হয় জলঘোলা। নায়ক-নায়িকার অশান্তি সিরিয়ালের মোড় কোন দিকে ঘোরায়, তা নিয়ে এখন চর্চা চলছে নানা মহলে।
  • Link to this news (বর্তমান)