গ্রামে চলছে SIR-এর কাজে সহায়তার জন্য ক্যাম্প। পরিদর্শনে গিয়েছেন সাংসদ। তাঁর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। চূড়ান্ত বিশৃঙ্খলা বীরভূমের সিউড়িতে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় স্বয়ং কর্মীদের শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
সিউড়ির ২ নম্বর ব্লকের গাংটে গ্রামে চলছিল তৃণমূলের SIR সংক্রান্ত ক্যাম্প। সেই ক্যাম্পেই এ দিন গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তাঁর সঙ্গে ছিলেন কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগ্দীও। তাঁকে দেখেই এ দিন প্রথমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরে তাঁর উপরে চড়াও হন বিক্ষোভকারীরা। শুরু হয় মারধর।
সাংসদ শতাব্দী রায়ের গাড়ির সামনে রাস্তায় চটি হাতে শুয়ে পড়েন এক মহিলা। চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে গাংটে গ্রামে। ঘটনাস্থল থেকে ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগ্দী বলেন, ‘ আমাদের সব মিটে গিয়েছে।
সাংসদ শতাব্দী বলেন, ‘আপনার খোঁজ নিয়ে দেখুন, যে প্রথম এসে চেঁচামিচি শুরু করল, সে সিপিএমের বিএলএ। গাড়ির সামনে যে মহিলা শুয়ে পড়েছিলেন, তাঁকে স্থানীয় অনেক বিজেপি নেতার সঙ্গে দেখা গিয়েছে। ওঁরা মিলে যদি ঝামেলা করে, যেটা হওয়ার ছিল, সেটাই হয়েছে।’