• শুটিংয়ে গোল্ড মেডেল, ঝুলিতে রয়েছে অর্জুন পুরস্কার, নীতীশের মন্ত্রিসভার তরুণ মুখ শ্রেয়সীকে চেনেন?
    এই সময় | ২০ নভেম্বর ২০২৫
  • তিনি কমওয়েথ গেমসে এনেছিলেন সোনার মেডেল। খেলার দুনিয়ায় নিজের অবদানের জন্য পেয়েছেন ‘অর্জুন পুরস্কার’-ও। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রিও রয়েছে। বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভায় এ বার নতুন মুখ বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং। ২০ নভেম্বর, বৃহস্পতিবার শপথ নেন তিনি। বিহারের জামুই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত ৩৪ বছরের এই বিধায়ক জানান, নতুন মন্ত্রিসভায় একদিকে যেমন পোড়খাওয়া নেতারা রয়েছেন, তেমনই রয়েছেন নতুন মুখও। বিহারের জামুই কেন্দ্রের বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি।

    বিহারের এই নতুন মন্ত্রীর সঙ্গে রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিং-এর মেয়ে। দিগ্বিজয় সিং লোকসভা এবং রাজ্যসভার সদস্য ছিলেন। তাঁর মা পুতুল কুমারীও সংসদের সদস্য ছিলেন। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেও শ্রেয়সীর কেরিয়ার শুরু শুটিং-এর ময়দান থেকে। এ ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ‘ওম্যান ডবল ট্র্যাপ’-এ তিনি রুপো জিতেছিলেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ডবল ট্র্যাপে তিনি সোনা জিতেছিলেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে তিনি ভারতীয় টিমের সদস্য ছিলেন। খেলায় অবদানের জন্য তাঁকে অর্জুন পুরস্কারও দেওয়া হয়েছিল।

    ২০২০ সালে তাঁর রাজনীতিতে প্রবেশ। তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। সেই বছরেই বিহারে বিজেপির হয়ে ভোটে লড়ে জিতেছিলেন তিনি। সেই বছরে তিনি আরজেডি প্রার্থী বিজয় প্রকাশকে ১২ হাজার ২৬ ভোটে হারিয়েছিলেন। চলতি বছরে তিনি জামুই কেন্দ্র থেকে লড়েন এবং আরজেডি নেতা মহম্মদ সামসাদ আলমকে পরাজিত করেন।

    শ্রেয়সী ‘মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ’ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর পাশ করেন ২০১৮ সালে। ২০২৫ সালে বিধানসভা নির্বাচনে তাঁর জমা দেওয়া হলফনামা অনুযায়ী এই তরুণী বিধায়ক মোট ৭.৬ কোটি টাকা সম্পত্তির মালিক।

  • Link to this news (এই সময়)