• শীতের গতিতে লাগল ব্রেক
    আজকাল | ২০ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পারদ নামতে নামতে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে শীতের গতিতে লেগেছে ব্রেক। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। এই পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ স্বাভাবিকের নীচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে।

    আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা (রাত্রিকালীন তাপমাত্রা) প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ দিনে তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে, শুক্রবার থেকে শনিবার দার্জিলিঙের দু’‌এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

    কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২০ ডিগ্রি সেলসিয়াস।

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া শনিবার দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ–সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। 

    উত্তরে সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে নেই। তবে বৃষ্টি মূলত হবে দার্জিলিংয়ে।জানা গেছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। এছাড়া, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১৩ ডিগ্রি এবং দার্জিলিঙে ৭.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা পরিস্থিতি তাতে ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। 
  • Link to this news (আজকাল)