• বিল স্বাক্ষরের জন্য রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়া যায় না: সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২০ নভেম্বর: রাজ্যপাল অকারণে অনন্ত সময়ের জন্য কোনও বিল আটকে রাখতে পারেন না। তবে কত দিনের মধ্যে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে, সেই সময়সীমা নির্ধারণের এক্তিয়ারও আদালতের নেই। এটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিপন্থি। বৃহস্পতিবার পর্যবেক্ষণে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ।এর আগে তামিলনাড়ু মামলায় বিলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিয়েছিল দুই সদস্যের বেঞ্চ। সেই রায় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এদিন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চান্দুরকর।এদিন ‘প্রেসিডেন্সিয়াল রেফারেন্স’ মামলার পর্যবেক্ষণে রাজ্যপালের বিবেচনার উপর সাংবিধানিক সীমারেখার উপর বিশেষ জোর দিয়েছেন প্রধান বিচারপতি। সেইসঙ্গে তাঁর সতর্কবার্তা, বিধানসভায় পাশ হওয়া কোনও বিল একতরফাভাবে আটকে রাখা ‘যুক্তরাষ্ট্রীয় রীতি-নীতির পরিপন্থী।’আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, রাজ্যপালের সামনে বিল নিয়ে তিনটি সাংবিধানিক বিকল্প রয়েছে। প্রথমত, সেটিতে স্বাক্ষর করা। দ্বিতীয়ত, সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো। অথবা তৃতীয়ত, সম্মতি না-দিয়ে বিলটি ফের বিধানসভায় ফেরত পাঠানো। আইন প্রণয়ন প্রক্রিয়াকে ‘নিরাশ’ করার জন্য বিলগুলি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না রাজ্যপাল।
  • Link to this news (বর্তমান)