• ভাইপোকে খুনের অভিযোগ, দোষী সাব্যস্ত জেঠু, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাইপোকে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত জেঠু। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত জেলা আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ইনজার নবি। জানা গিয়েছে, দেড় বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে খাবার কিনতে যায় ১১ বছরের ফারদিন নবি। এরপরই অদ্ভূতভাবে নিখোঁজ হয়ে যায় সে।ওই ঘটনার ৫ দিন পর নিজের বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার বারাসত কাজিপাড়ায়। পরিজনেরা অভিযোগ তোলেন, ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপর একটি পরিত্যক্ত শৌচালয়ে ভাইপোর মৃতদেহ ঝুলিয়ে দেয় জেঠু। সেই ঘটনায় গত সোমবার ইনজারকে দোষী সাব্যস্ত করে বারাসত জেলা আদালত। আজ দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
  • Link to this news (বর্তমান)